আরজি কর মেডিক্যাল (RG Kar Case) কলেজ ও হাসপাতালে খুন-ধর্ষণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এই আবহে আজ অর্থাৎ সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সেই বৈঠকে তিনি বলেন, “আজ ৯ তারিখ। এই ঘটনার (RG Kar Case) ১ মাস ১ দিন পেরিয়ে গেছে। আন্দোলন করলে মানুষের অসুবিধা হচ্ছে। আন্দোলন ভুলে এবার উৎসবে ফিরুন।” মুখ্যমন্ত্রীর এই আহ্বানকে খুব একটা ভালো চোখে দেখেননি অনেকেই। সেই নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “ইচ্ছুক জনগণকে উৎসবে শামিল হতে বলা অপরাধের? এটা নিয়েও বিতর্ক?
বাড়িতে মাছ মাংস খাচ্ছেন না তো? সিনেমার প্রমোশন করছেন না তো? রেস্টুরেন্টে যাচ্ছেন না তো?
পুজোর শপিং করছেন না তো? একটা পার্টি এই বিষয়টা নিয়ে একটা ন্যারেটিভ ছড়ালো, আর কিছু মানুষ সেটাকে নিয়ে পোস্ট করতে শুরু করেছেন! যে পার্টি এটা ছড়ালো, তারা দুর্গাপুজোর মণ্ডপগুলোর বাইরে লাল ন্যাকড়া মোড়া স্টল লাগাবে না তো?
তিলোত্তমার চলে যাওয়ার শোক প্রত্যেকটা মানুষের আছে। তা বলে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসবকে (Durga Puja) বলি যাওয়া যায় না। কারণ এই উৎসবের সঙ্গে শুধু আনন্দ ফুর্তি জড়িত নয়, লাখ লাখ মানুষের রুটি-রুজি জড়িত। আপনাদের মত কিছু এলিট সোসাইটির লোকেদের কাছে তাদের রুটি রুজির গুরুত্ব না থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে।” প্রতিটা শব্দে ভুল ধরতে যারা শুরু করেছেন, তারা এবার রাজনৈতিক নোংরামি করছেন। এনাফ..”