TMC: দুর্নীতির তদন্তে ইডি জেরায় হাজির রুজিরা

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল (TMC)  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরায় তলব করেছে ইডি। বুধবার সিজিও কমপ্লেক্সে তিনি এলেন। তাঁর জেরা…

Rujira-banerjee

প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল (TMC)  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরায় তলব করেছে ইডি। বুধবার সিজিও কমপ্লেক্সে তিনি এলেন। তাঁর জেরা শুরু হয়েছে।

আদালতের পর্যবেক্ষণের পরই লিপ্স অ্যান্ড বাউন্সের দুজন ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দোপাধ্যায় ও বাবা অমিত বন্দোপাধ্যায়কে তলব করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন নথিও ইডির হাতে তুলে দেওয়া হয়‌। এখন জানা যাচ্ছে, রুজিরা বন্দোপাধ্যায়ও লিপ্স অ্যান্ড বাউন্সের কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন। তাই তাকেও তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাজিরা না এড়িয়ে রুজিরা বন্দোপাধ্যায় পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে।

তদন্তকারীরা জানতে চাইবেন, যে সময় লিপ্স অ্যান্ড বাউন্সের ডিরেক্টর পদে তিনি ছিলেন তার ভূমিকা কী ছিল, আর্থিক লেনদেন, এই কোম্পানির কার্যকারিতা, কোথায় কত সম্পত্তি আছে। এই সংস্থা থেকে তিনি কোনোভাবে আর্থিক লাভবান হয়েছেন কিনা বা কোম্পানির আর্থিক লেনদেনের মধ্যে কোনোরকম অস্বচ্ছতা আছে কিনা। সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার মধ্য দিয়ে তদন্তকারীরা যাচাই করে দেখতে চান।

লিপ্স অ্যান্ড বাউন্স কোম্পানির তদন্তে অভিষেককে হাজিরা দিতে বলা হয়। সেক্ষেত্রে হাইকোর্টের তরফে বলা হয় অভিষেকের আগে যদি তার নথি তদন্ত করে দেখা যায়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নথি ইডি দফতরে পাঠিয়ে দেন।

সংবিধান মেনে রক্ষাকবচ দেওয়া হোক, এই আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। তার দাবি, অর্ধ সত্য খবর প্রকাশিত হচ্ছে, তার জেরে মৌলিক অধিকার হরণ করা হচ্ছে তার ও তার পরিবারের। অন্যদিকে, কেন্দ্রীয় সংস্থা সিবিআই দাবি করেছে, রুজিরা নিজেকে থাইল্যান্ডের নাগরিক বলে পরিচয় দিয়েছেন। ভারতীয় সংবিধান মেনে তাকে রক্ষাকবচ দেওয়া সম্ভব নয় বলে সওয়াল করেছে সিবিআই।