Goa Election: সকালেই মমতার হাসি, গোয়ায় টিএমসির ফল নিয়ে চর্চা

পাঁচ রাজ্যের ভোট গণনা চলছে। গোয়ায় কী হলো টিএমসির ? এই আলোচনা প্রবল। সাত সকালে গণনা শুরুতেই টিএমসির ঘরে আসে সুখবর। বেলা ৯টা পর্যন্ত গোয়ায়…

mamata in goa

পাঁচ রাজ্যের ভোট গণনা চলছে। গোয়ায় কী হলো টিএমসির ? এই আলোচনা প্রবল। সাত সকালে গণনা শুরুতেই টিএমসির ঘরে আসে সুখবর। বেলা ৯টা পর্যন্ত গোয়ায় সাতটি আসনে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

ফলাফলের গতি দেখে কিছু বলা যায় না। টিএমসির নেতারা বলছেন। সর্বশেষ কটি আসন আসছে তাই বিচার্য।

   

গোয়ায় টিএমসি ভালো ফল করবে, আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়ে ঝড় তুলেছিলেন। গোয়ায় টিএমসির তরফে দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটি তাঁর রাজনৈতিক লড়াইয়ের অন্যতম যুদ্ধক্ষেত্র। দল ও দলনেত্রীকে কটি আসন এনে দিতে পারেন তিনি সেটাও চর্চিত। তার থেকেও বড় প্রশ্ন, জয়ী বিধায়কদের ধরে রাখা কতটা সম্ভব টিএমসির পক্ষে।

এদিকে পাঞ্জাবে আপ-এর ফল নিয়ে জোর চর্চা। এখনও পর্যন্ত গণনার নিরিখে এগিয়ে রয়েছে আপ। মনে করা হচ্ছে রাজ্য এবার আপ-এর দখলেই যাবে।