TMC: শোভন-বৈশাখীকে নিয়ে মমতাকেই বার্তা দিলেন রত্না

বৃহস্পতিবার ফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। একই ছবিতে ধরা পড়েছেন মুকুল রায় এবং শোভন চট্টোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে তখন…

বৃহস্পতিবার ফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। একই ছবিতে ধরা পড়েছেন মুকুল রায় এবং শোভন চট্টোপাধ্যায়। বঙ্গ রাজনীতিতে তখন থেকেই শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার, তা নিয়েই মুখ খুললেন শোভন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তাঁর কথায়, শোভন ফিরলেও ক্ষমা করবে না মানুষ।    

তৃণমূল বিধায়কের রত্না চট্টোপাধ্যায়ের কথায়, রাজনীতিতে শোভন আসলে বেহালার মানুষ কেন, বাংলার মানুষ মেনে নেবে না”। রত্নার কথায়, শোভন যে সমস্ত কাজ করেছেন, তাতে বাংলার মানুষ তাকে ক্ষমা করবেন না। গতকাল ভাইফোঁটাতে ফোঁটা নিতে শোভনের মুখ্যমন্ত্রী বাড়ি যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায়ের ভাইফোঁটা নিতে যাওয়া নতুন কিছু নয়। বিজেপিতে যাওয়ার সময় দিদির সঙ্গে মনোমালিন্য হয়েছিল। কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। 

 শোভন পত্নী তথা তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘গত কয়েক বছর ধরে রাজনীতি থেকে অন্তরালে ছিলেন শোভন। এখন আবার ফিরলে নতুন করে সবকিছু শুরু করতে হবে’। যদিও প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, বাংলায় কেউ অরাজনৈতিক নয়। তাই সকলেই রাজনীতির সঙ্গেই যুক্ত। সম্প্রতি নন্দীগ্রামের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি যে সমস্ত বার্তা দিয়েছেন তাতে অনেকটা স্পষ্ট হয়েছে। 

উল্লেখ্য, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোঁটা নিতে বান্ধবী বৈশাখীকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কানন। সেখানেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি তৃণমূলেই রয়েছেন। তিনি বলেন, দিদি যখনই ডাকবেন, তখনই আসব। আমার সঙ্গে নিয়মিত কথা হয়। আমন্ত্রণ লাগে না সব সময়। বৈশাখী আরো জানিয়েছেন, ভাইফোঁটায় দিদির কাছে এসে আশীর্বাদ পাওয়া তো এক বিরাট প্রাপ্তি! শোভন যেমন ভাইফোঁটা পেল, তেমন সঙ্গে থাকায় আমিও আশীর্বাদ পেলাম। এটা খুবই আনন্দের মুহূর্ত। আজকের দিনে ওঁর মধ্যের মমত্বকে আরও ভাল করে দেখা যায়। সবাইকে দেখভাল করা, সবাইকে খাওয়ানো। সেটাই খুব ভাল লাগছিল”।