TMC : প্রার্থী তালিকা নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক পার্থ

সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক তৃণমূল (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার দুপুরে তিনি সাফ জানিয়েছেন, সবাইকে প্রার্থী করা সম্ভব নয়। পুরভোটের আগে এই প্রার্থী তালিকা…

সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক তৃণমূল (TMC) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার দুপুরে তিনি সাফ জানিয়েছেন, সবাইকে প্রার্থী করা সম্ভব নয়। পুরভোটের আগে এই প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ থাকার কথা নয়।

পুরভোটের আগে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভের আঁচ রাজ্যে। ড্যামেজ কন্ট্রোল নামতে হল পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন দুপুরে তাঁর সাংবাদিক সম্মেলন ডাকার ঘোষণার পরেই বেড়েছিল গুঞ্জন। পার্থ কী বলবেন সে দিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। 

পার্থ বক্তব্য থেকে ইঙ্গিত, দলের অন্দরের মতের অমিল যতই হোক না কেন, তাঁরা নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকছেন। যে প্রার্থী তালিকাকে ঘিরে এতো ক্ষোভ, সেই তালিকার প্রতি আস্থা রাখছে দল।

পার্থ বলেছেন, “এই প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ থাকা উচিত নয়। সবাইকে প্রার্থী করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সবাই সামিল হতে চাইছেন। দলের নেত্রী এক, প্রতীক এক, সবাই মমতার পাশে এসে দাঁড়ান। গতবারের থেকেও এবার বেশি আসনে তৃণমূলকে জয়ী করতে হবে।”

এছাড়াও তিনি জানিয়েছেন, “হাওড়া, হুগলি বর্ধমানের দায়িত্বে থাকছেন পুলক রায়। উত্তর ২৪ পরগনায় ভোটের দায়িত্বে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাসকে।”