Loksabha election 2024:চায়ের দোকানে বাঁশ-রড দিয়ে বেধড়ক মার তৃণমূল বিধায়ককে, কাঠগড়ায় সিপিএম

arunava sen

ভোটের মুখে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত খোদ তৃণমূলের বিধায়ক। চায়ের দোকানে বাঁশ রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সেরে ফেরার পড়েই এই ঘটনা ঘটেছে। বাগনানের কলেজ মোড়ের কাছে একটি চায়ের দোকানে কয়েকজন তৃণমূলকর্মীকে আচমকা আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতী। তাঁদের বাঁচাতে আসরে নামে বাগনানের তৃণমূল বিধায়ক। তৃণমূল কর্মীকে বাঁচাতে গেলে আক্রান্ত হয় বিধায়ক অরুনাভ সেন এবং তাঁর নিরাপত্তারক্ষী।

স্থানীয় সূত্রে খবর, বাগনান থানার বাকসিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সেরে ফিরছিলেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন। তাঁর বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে কলেজ মোড়ে একটি চায়ের দোকানে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সমর্থক চা খাচ্ছিলেন এবং আড্ডা দিচ্ছিলেন । অভিযোগ, সেই সময়ই তাঁদের ওপর সিমিএম আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে। রড, লাঠি, লোহার চেন প্রভৃতি নিয়ে তাদের উপর আক্রমণ চালায়। ঘটনার খবর পেয়ে বিধায়ক অরুনাভ সেন সেখানে পৌঁছালে তাঁর উপরেও আক্রমণ হয়। গুরুতর আক্রান্ত হয় তাঁর নিরাপত্তারক্ষী। বিধায়ককে বাঁচাতে গেলে তার দেহরক্ষী রাজকুমার মাঝিকেই দুষ্কৃতীরা রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর শুরু করে। দুষ্কৃতীদের রডের আঘাতে দেহরক্ষীর মাথা ফেটে যায়। দুষ্কৃতীদের মারে দেহরক্ষীর চোখেও আঘাত লাগে গুরুতর।

   

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যায় তৃণমূলের আরও লোকজন। সঙ্গে সঙ্গে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। আহত হন ১১ জন । এঁদের কারও হাত ভেঙেছে, কারও মাথায় চোট লাগে। কারও শরীরে চোট গুরুতর। জানা গিয়েছে অরুনাভ সেনের নিরাপত্তারক্ষীর মাথায় এবং চোখে মারাত্মক আঘাত রয়েছে। বর্তমানে তিনি একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন