TMC: টিকিট না পেয়ে অভিমানী মৌসম, তবুও প্রচারের নামার প্রতিশ্রুতি

দলের বিরুদ্ধে ক্ষোভ এবং বিদ্রোহের আগুনে জেরবার ঘাসফুল শিবির। দলের টিকিট না পেয়ে মুখ ফিরিয়েছেন বেশ কিছু প্রথম সারির নেতা। ‘গাল ফুলিয়ে’ বসে আছেন আরও…

দলের বিরুদ্ধে ক্ষোভ এবং বিদ্রোহের আগুনে জেরবার ঘাসফুল শিবির। দলের টিকিট না পেয়ে মুখ ফিরিয়েছেন বেশ কিছু প্রথম সারির নেতা। ‘গাল ফুলিয়ে’ বসে আছেন আরও অনেকে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই আখেড় গোছাতে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। আর এহেন পরিস্থিতিতে ঘাসফুল শিবির প্রচারের পাশাপাশি মানভঞ্জন করতেও ব্যস্ত।

প্রসঙ্গত ঘাসফুলের অভিমানী প্রার্থীদের তালিকা বেশ দীর্ঘ হতে চলেছে। আর সেই তালিকায় যুক্ত হলো মৌসম বেনজির নুর। স্বাভাবিক ভাবেই তিনি ভেবেছিলেন যে উত্ত্র মালদহ কেন্দ্রের তাঁকেই প্রার্থী করবে তৃণমূল! কিন্তু সে আশায় জল ঢেলে ঘোষণা হয় অন্য নাম। ওই কেন্দ্রে ঘাসফুল প্রার্থী করেছে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। আর তাতেই তিনি দলের ওপরে অভিমান করে বসে আছেন বলে জানা গিয়েছে। তিনি সংবাদমাধ্যকে জানিয়েছেন, ” আমি উত্তর মালদহের দু’বারের সাংসদ ছিলাম, জেলা সভানেত্রীও ছিলাম। অবশ্যই আমার প্রত্যাশা ছিল।”

উল্লেখ্য ২০১৯ সালে লোকসভা ভোটে তিনি পরাজিত হন। পরে অবশ্য রাজ্যসভার টিকিটে তিনি দিল্লি যান। কিন্তু তাঁর মনে মনে ইচ্ছে ছিল তিনি এইবার ভোটে লড়ে জিতে দিল্লী যাবেন। কিন্তু সেই আশা তাঁর পূরণ হচ্ছে না আপাতত। শোনা গিয়েছিল তিনি নাকি দলবদলও করতে পারেন, কিন্তু সেইসব দাবী নস্যাৎ করে তিনি দলে থাকবেন এবং ভোট প্রচারে নামবেন বলে জানিয়ছেন।