‘অভিষেক কাঁচি দিয়ে লেজ কাটবে’, সমঝে চলার বার্তা দিলেন নারায়ণ, সুর মেলালেন সৌগত

২১শে জুলাইয়ের সভার পরেই দলে(TMC) যেন শুদ্ধিকরণের বন্যা। উঁচু থেকে নিচু তলার ঘাসফুল কর্মীদের এখন লক্ষ্য যেন শুধরে যাওয়া। শুধু তাই নয়, দলীর মিটিং মিছিলে…

tmc

২১শে জুলাইয়ের সভার পরেই দলে(TMC) যেন শুদ্ধিকরণের বন্যা। উঁচু থেকে নিচু তলার ঘাসফুল কর্মীদের এখন লক্ষ্য যেন শুধরে যাওয়া। শুধু তাই নয়, দলীর মিটিং মিছিলে এখন নেতারা সরাসরি সমঝে চলার বার্তা দিচ্ছেন। একদম খুল্লামখুল্লা। সৌগত রায় সম্প্রতি বলেছেন, দলে সমাজবিরোধীদের জায়গা নেই। আবার অশোকনগরের বিধায়ক বলেছেন যে লেজ মোটা হলে কেটে দেবেন অভিষেক।

আট জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের জন্য সতর্কতা হাওয়া অফিসের

   

আমডাঙার আওয়াল সিদ্দি চৌমাথায় একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দেন নারায়ণ গোস্বামী। ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে অশোকনগরের বিধায়ক বলেন, ‘সবাই খারাপ বলছি না। ২-১জন যদি এমন থাকে তাঁদের জন্য সতর্কবার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন। আপনি পুজো সদস্য কিংবা পঞ্চায়েত সদস্য। আপনার লেজ ফুলে মোটা হয়ে গিয়েছে। কেউ কাটতে পারবে না। অভিষেক কেটে দেবেন মা বলার সময় পাবেন না। সুতরাং মানুষের অধিকার, মানুষকে দিতে হবে।’

সবজি বাজার আগুন, মহার্ঘ মাছ-মাংস, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

একটি সভা থেকে মমতার নির্দেশের কথা স্মরণ করিয়ে সৌগত বলেন, ‘রাজ্য সরকারের যা দৃষ্টিভঙ্গি, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, আমাদের কোনও সমাজবিরোধীর প্রয়োজন নেই।’ তিনি আরও বলেন যে, তিনি বলেন, ‘আমার নির্বাচনে আগেও বলেছি, সমাজবিরোধীকে দিয়ে ভোট চাই না। তাই যাঁরা সমাজবিরোধীদের কাজ করছেন, তাঁদের বলছি সামলে যাও। সামলে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষ শান্তিতে থাকবে। নিজের কাজ করবে। সেখানে কেউ তোলা চাইবে, জুলুম করবে, এ সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হতে দেবে না।’

ব্যাঙ্কের ভোটেও দেদার ছাপ্পা তৃণমূলের! মালদহে তুমুল উত্তেজনা

প্রসঙ্গত ২১শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরেই দলে যেন শুদ্ধিকরণের বন্যা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বলেছিলেন, ‘‘বিত্তবানদের নয়, বিবেকবানদের দল হতে হবে তৃণমূলকে। আমি দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। কেন জানেন? পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই।’