TMC: প্রচারে গিয়ে মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার শাসানি, দেখে নেওয়ার হুমকি প্রকাশ্য দিবালোকে

ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। নিজেদের আখের গোছাতে ব্যস্ত সকলে। মিটিং মিছিলে ছয়লাপ চারিদিক। এহেন পরিস্থিতিতে উত্তরবঙ্গে এক তৃণমূল নেতার প্রকাশ্য…

tmc flag

ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। নিজেদের আখের গোছাতে ব্যস্ত সকলে। মিটিং মিছিলে ছয়লাপ চারিদিক। এহেন পরিস্থিতিতে উত্তরবঙ্গে এক তৃণমূল নেতার প্রকাশ্য দিবালোকে হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রকাশ্য দিবালোকে এক ঘাসফুল শিবিরের নেতা হুমকি দিলেন। কোচবিহারের দিনহাটায় শহরে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

   

তৃণমূলের এক ব্লকের নেতা বিশু ধর দিনহাটার চওড়াহাট বাজারে ভোট প্রচারে বেরিয়ে কার্যত আঙুল উঁচিয়ে ব্যবসায়ীদের হুমকি দিতে দেখা গিয়েছে। অভিযোগ তিনি নাকি বলেছেন বিজেপিকে ভোট দেওয়ার কথা কেউ যদি ভাবে এবং বিজেপির হয়ে প্রচারের কথা চিন্তা করে তাহলে ফল তাঁদেরকে ভুগতে হবে!

প্রসঙ্গত কিছুদিন আগেই ভোটের নির্বাচনী সংক্রান্ত আদর্শ বিধি চালু হয়েছে। আর সেই বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল নেতার এমন শাসানি সমালোচনার মুখে পড়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, তিনি নাকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর খুব কাছের লোক।

বিশু ধর মঙ্গলবার কোচবিহার জেলা লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী জগদীশ বসুনিয়ার জন্য প্রচারে বেরিয়ে এমন কাণ্ড ঘটিয়েছেন। এছাড়া তিনি আরঅ বলেছেন, ” এখান থেকে বিজেপির কোনও প্রচার হবে না। বিজেপি-কে ভোট দেওয়ার পর আপনারা বিপদে পড়লে আমাদের কাছে যাবেন না। নিশীথ প্রামাণিকের কাছে যাবেন।”

দিনেদুপুরে এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য এই উত্তরবঙ্গে গত লোকসভা আসনে ঘাসফুল শিবির পারাস্ত হয়েছিল।