SSC Scam: অর্পিতার আবাস থেকে শিল্পমন্ত্রী পার্থের গচ্ছিত টাকা গেল ১০টি ট্রাঙ্কে

দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে ঢুকতে সক্ষম হন ইডির আধিকারিকরা। গতকাল অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে উদ্ধার হয় কোটি কোটি টাকা, সোনার বার, গয়না।…

দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে ঢুকতে সক্ষম হন ইডির আধিকারিকরা। গতকাল অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে উদ্ধার হয় কোটি কোটি টাকা, সোনার বার, গয়না। উদ্ধার হয় সোনার বার। উদ্ধার করা হয় ২৮ কোটি টাকা।

Advertisements

এর আগে শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ২১ কোটির অধিক টাকা, সোনার গয়না, বিদেশী মুদ্রা সহ একাধিক নথি।

   
ট্রাকে টাকা ভরছেন আধিকারিকরা

ইডি আধিকারিকরা অর্পিতার বেলঘরিয়ার বাসভবন থেকে প্রায় ২৮ কোটি টাকা নগদ দিয়ে ১০ টি ট্রাঙ্ক ভর্তি করার পরে সেখান থেকে বেরিয়ে যান। সূত্রের খবর, শুধু রুমগুলোতেই নয়, ফ্ল্যাটের বাথরুমেও টাকা জমা রাখা ছিল।

বুধবার সন্ধ্যায়, ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে অর্পিতার বাসভবনের প্রবেশের তালা ভেঙে দেয় এবং আবাসনের একটি শয়নকক্ষে আলমারি খোলার পরে, ৫০০ টাকা এবং ১,০০০ টাকা মূল্যের পৃথকভাবে ভারতীয় মুদ্রার বান্ডিলগুলি দেখতে পান। নোট গণনায় সাহায্যের জন্য ইডি-র আধিকারিকরা তৎক্ষণাৎ কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক অফিসে যোগাযোগ করেন। আধ ঘণ্টার মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চার আধিকারিক চারটি জাম্বো কারেন্সি কাউন্টিং মেশিন নিয়ে হাজির হন, যা একবারে ১,০০০-এর নোট গণনা করতে সক্ষম।