সপ্তম দফার ভোট হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কিন্তু তার আগেই লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়ের প্রিয় যুব নেতা। তিনি আর অন্য কেউ নন, আজ কথা হচ্ছে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
আজ বৃহস্পতিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে বড় দাবি করেন দেবাংশু। তিনি জানিয়ে দেন, বাংলায় বিজেপি এবং তৃণমূল কত অরে আসন পেতে পারে। তিনি লেখেন, ‘পিকে-কে ভুলে যান, আমাকে বাংলার ভবিষ্যৎ বলতে দিন। ২০১৯ সালে তৃণমূল পেয়েছিল ২২ এবং বিজেপি পেয়েছিল ১৮। ২০২৪ সালে তৃণমূলের আসন সংখ্যা ২৩ থেকে শুরু হবে এবং বিজেপির আসন সংখ্যা ১৭ থেকে কমতে শুরু করবে। কোথায় গিয়ে থামবে দু’পক্ষের মধ্যে তা বলা যাচ্ছে না। সুতরাং আমি যদি আরও স্পষ্ট করে বলি, তৃণমূল ন্যূনতম আসন পাবে ২৩ এবং বিজেপির সর্বাধিক আসন ১৭।’
Forget PK, Let me predict my state Bengal..
In 2019, TMC was at 22 & BJP at 18.
In 2024, TMC tally will start from 23, & BJP’s tally will start going down from 17. Can’t say where it’ll stop for both the parties. So if I say more clearly, minimum seat for AITC is 23 & maximum…
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) May 30, 2024