ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের দিনই অভিষেক তলব! সুর চড়ালেন দেবাংশু

‘টিম ইন্ডিয়ার সমন্বয় সাধনকারি দলের প্রথম মিটিংয়ের দিনেই আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে’! ইডির বিরুদ্ধে সুর চড়িয়ে ফেসবুকে পোস্ট তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু…

‘টিম ইন্ডিয়ার সমন্বয় সাধনকারি দলের প্রথম মিটিংয়ের দিনেই আবার ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে’! ইডির বিরুদ্ধে সুর চড়িয়ে ফেসবুকে পোস্ট তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। দিল্লিতে যেদিন ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটি বৈঠক, সেদিনই অর্থাৎ ১৩ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

জানা গেছে, ইডি সমন পাঠিয়েছিল আগেও। তবে শেষবার যখন ডেকে পাঠানো হয়, তখন অবশ্য সিজি কমপ্লেক্সে হাজিরা দেননি অভিষেক। রাজনৈতিক কর্মসূচির কারণেই হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়েছিলেন তিনি। সূত্রের খবর, নির্দিষ্ট দিনে কলকাতায় ইডি-র অফিসে হাজিরা দেবেন অভিষেক। যাবেন না ইন্ডিয়া জোটের বৈঠকে।

   

এদিন ফেসবুকে পোস্টে দেবাংশু লেখেন, “তৃণমূলে নবজোয়ার কর্মসূচি তখন মধ্যগগনে। ২৪ ঘন্টার নোটিশে ডেকে পাঠানো হলো তাকে। মাঝপথে কর্মসূচি থামিয়ে তিনি গেলেন, বুক চিতিয়ে বেরিয়ে এসে পুনরায় কর্মসূচিতে যোগ দেওয়ার পরেই আবার ডেকে পাঠানো হলো তাকে। কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর এই ফন্দি-ফিকির ধরে ফেলতে শুরু করল বাংলার মানুষ।”

এর আগে, অভিষেককে কেন সমন পাঠানো হচ্ছে না? আদালতের এই প্রশ্নের মুখে পড়ে ইডি-সিবিআই। শুধু তাই নয়, তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্টও তলব করেছে আদালত। উল্লেখ্য, বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রশ্ন করেন, ‘একই তথ্যে ভরা রিপোর্ট কেন বার বার দিচ্ছেন’? আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয় ইডি-সিবিআইকে। তার আগের দিন ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটি বৈঠকের দিনই তলব করা হয় অভিষেককে। নতুন কী তথ্য উঠে আসবে সেটাই এখন দেখার।