লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক অভিযোগ আসতে শুরু করে। এইদিন ভোট গ্রহণ শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ আসতে শুরু করে। শুধু তাই নয় কয়েকটি বুথে এজেন্ট বসতে না দেওয়ারও অভিযোগ আসে। কয়েকটি জায়গায় বাকবিতণ্ডায় জড়ায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর সঙ্গে ঝামেলায় জড়ান বিধায়ক অসীমা পাত্র। এর মাঝেই চমকে দেওয়ার মতো ঘটনা ঘটল ব্যারাকপুর লোকসভার আমডাঙায়। ভোটারের আঙুল কেটে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। জানা গিয়েছে, তিনি ভোট দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। সেই সময়েই এই হামলা চালানো হয় বলে অভিযোগ। আক্রান্ত ওই ব্যক্তিকে জখম অবস্থায় বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করানোর জন্য।
এই অভিযোগের বিষয়টি তদন্তসাপেক্ষ বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘যা কিছু অভিযোগ, সব আমাদের দিকে? আমি জানি না এই অভিযোগের ভিত্তি কী আছে। অভিযোগ যদি করে থাকে, পুলিশ সেটা দেখবে।’ এখানেই শেষ নয়, এরপরই চন্দ্রিমার আরও সংযোজন, আমডাঙা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেখানে বিজেপির একজন দোর্দণ্ডপ্রতাপ প্রার্থী এতটা দুর্বল হয়ে পড়লেন, যে তাঁদের লোকজনকে ভোট দানে বাধা দেওয়া হচ্ছে? এটা হয়? আমি জানি না। নিশ্চয়ই যখন তদন্ত হবে, তখন আসল কথা ধরা পড়বে।’
তবে এইদিন সকাল থেকেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বেশ কিছু জায়গা থেকে একের পর এক অশান্তিত ঘটনা ঘটে। তবে বড়সড় কোনও ঘটনা ঘটেনি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট মোটের উপর শান্তিপূর্ণ বলে জানা গিয়েছে। সকাল থেকেই একের পর এক বুথে দৌড়ে বেড়াতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। অন্যদিকে খোশমেজাজে দেখা গিয়েছে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকে।