TMC:কাজ করতে না পারার অভিযোগে ধর্নায় বসে তৃণমূল কাউন্সিলর

লোকসভা ভোটের মুখে এক বিরল চিত্র ধরা পড়ল উত্তর কলকাতায়। কাজ করতে না পারার অভিযোগে ধর্নায় বসে তৃণমূল কাউন্সিলর। তাও আবার আর এক তৃণমূলের প্রথম…

monalisa-sudip

লোকসভা ভোটের মুখে এক বিরল চিত্র ধরা পড়ল উত্তর কলকাতায়। কাজ করতে না পারার অভিযোগে ধর্নায় বসে তৃণমূল কাউন্সিলর। তাও আবার আর এক তৃণমূলের প্রথম সারির নেতা তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই ধর্না দিয়েছেন তৃণমূলের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা ভোটের মুখে কী এমন অভিযোগ যে তিনি প্রচারের কাজ ছেড়ে হঠাৎ প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে ধর্না দিয়েছেন? তাঁর একটাই অভিযোগ, তিনি নাকি কাজ করতে পারছেন না!

৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় প্রায় দু’দিন ধরে ধরনা চালিয়ে যাচ্ছেন। প্রথম দুদিন তাঁকে দেখা গিয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ের সামনে ধর্না দিতে কিন্তু বুধবার তাঁকে দেখা গেল অন্য স্থানে । বুধবার তাঁকে দেখা গেল সুরেন্দ্রনাথ কলেজের উল্টোদিকের রাস্তায়। তাঁর সঙ্গে আরও কিছু তৃণমূল কর্মীরা এই ধর্নায় যোগ দিয়েছেন। তিনি এইদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি তিনি নির্বাচনী কাজ করতে বাঁধা পাচ্ছেন। বিষয়টি উচ্চ নেতৃত্বকেও জানিয়েও নাকি সমস্যার সমাধান হয়নি।

প্রসঙ্গত এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় যিনি এতকাল তৃণমূলের প্রথম সারির সৈনিক ছিলেন। এইবার উত্তর কলকাতা থেকে তিনিই বিজেপির ঘোড়া। আবার মোনালিসা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাপস রায়ের ঘনিষ্ঠ বলেই জানা যায়। তিনি সংবাদমাধ্যকে আরও বলেন যে, ” ৪৯ নম্বর ওয়ার্ড কি উত্তর কলকাতার বাইরে? এখানকার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তো কাউন্সিলরকেই জবাব দিতে হবে। এর জন্যই উচ্চ-নেতৃত্বর কাছে গিয়েছিলাম। আমি অনেক মিটিংয়ে বলেছি একসঙ্গে কাজ করা উচিত।” একদা কংগ্রেস ছেড়ে ঘাসফুলে যোগ দিয়েছিলেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়।