Loksabha election 2024: লোকসভা ভোটের প্রাক্কালে রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যপালের বিরুদ্ধে ভোটে বেআইনি হস্তক্ষেপের অভিযোগ করল তৃণমূল। এই মর্মে বৃহস্পতিবার তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়। তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, ভোটের…

Governor Submits 8-Page Report to Centre with Key Recommendations on Migrant Workers

রাজ্যপালের বিরুদ্ধে ভোটে বেআইনি হস্তক্ষেপের অভিযোগ করল তৃণমূল। এই মর্মে বৃহস্পতিবার তৃণমূলের তরফে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়। তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, ভোটের আগে রাজ্যপাল একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে সেখানকার মানুষদের প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। তাই নির্বাচন কমিশন যেন এই বিষয়টি অতন্ত্য গুরুত্ব দিয়ে দেখে এবং তাঁর যাওয়ার ব্যাপারে যেন বিধিনিষেদ জারি করে।

বৃহস্পতিবার সকালে তৃণমূল নির্বাচনে কমিশনে দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস ঠিক ভোটের মুখে একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার চেষ্টা করছে। যে জায়গায় তিনি যাওয়ার চেষ্টা করছে সেই স্থানে ভোট রয়েছে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ভোটের আগে সেই স্থানে রাজ্যপাল গেলে ভোটাররা প্রভাবিত হতে পারেন। এছাড়াও তাঁদের তরফে দাবি করা হয় এখন আদর্শ আচরণ বিধি চলছে, সেই জন্য তাঁর ওই স্থানে যাওয়া আইনসম্মত নয়। এই মর্মেই কমিশনে নালিশ করেছে তৃণমূল।

   
Advertisements

প্রসঙ্গত আজ সকালে কোচবিহার যাওয়ার কথা ছিল রাজ্যপাল বোসের। পরশু, অর্থাৎ ভোটের দিন বিকেলে আবার কলকাতায় ফেরার কথা ছিল। তবে নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে। সূত্রের খবর, রাজভবনে পাঠানো ওই চিঠিতে রাজ্যপাল বোসকে এখন কোচবিহার না যাওয়ার জন্য কমিশন জানিয়েছে। তার মধ্যেই আজ সকালেই কমিশনে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানিয়েছে তৃণমূল। রাত পোহালেই লোকসভা ভোটের প্রথম দফার ভোট, সেই ভোটের দিকে তাকিয়ে গোটা বাংলা।