১০ জুলাই ৪ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে। আর এই উপ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল (TMC)।
বাগদা থেকে মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী, মানিকতলা থেকে সুপ্তি পাণ্ডে এবং রানাঘাট দক্ষিণ থকে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছে তৃণমূল।
AITC candidates for the impending West Bengal Legislative By-elections scheduled for July 10, 2024. pic.twitter.com/SFTm2ciOgS
— All India Trinamool Congress (@AITCofficial) June 14, 2024