শালবনীতে হচ্ছে না সৌরভের কারখানা!

শালবনীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানা হচ্ছে না বলে জানা গিয়েছে। প্রসঙ্গত মাস দশেক আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন যে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তিনি ইস্পাত…

sourav ganguly

শালবনীতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানা হচ্ছে না বলে জানা গিয়েছে। প্রসঙ্গত মাস দশেক আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন যে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে তিনি ইস্পাত কারখানা গড়বেন। সেই কারখানায় বিনিয়োগ হবে প্রায় আড়াই হাজার কোটি টাকা। শুধু তাই নয়, তিনি জানিয়েছিলেন যে সেই কারখানায় হবে বিপুল কর্মস্থান। সেই সময় জানা গিয়েছিল প্রায় সাত হাজার লোকের কর্মসংস্থান হতে চলেছে। কিন্তু তীরে এসে ডুবল তরী। শালবনিতে সৌরভের কারখানা হচ্ছে না বলে জানা গিয়েছে।

বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে জমি সংক্রান্ত সমস্যার জন্য সৌরভের কারখানা হচ্ছে না। তবে এও জানা গিয়েছে শালবনীর জায়গায় সৌরভের ইস্পাত কারখানা তৈরি হবে, গড়বেতায়। এই কথা নিজেই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অতীতে স্পেনের রাজধানীতে দাঁড়িয়ে এই আশ্বাসই দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত গত বছরের শেষের দিকে একবার এই খবর রটেছিল যে সৌরভের কারখানা শালবনীর জায়গায় হতে পারে গড়বেতায়। এইবার সেই খবরের শিলমোহর পড়ল।

   

বারবার স্বপ্নভঙ্গ হয়েছে শালবনীর। ২০০৭-০৮ সালে জিন্দলদের প্রস্তাবিত ইস্পাত প্রকল্প ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিল শালবনী। ২০১৪ সালের ৩০ নভেম্বর জিন্দালদের তরফে জানানো হয়, প্রকল্পের কাজ আপাতত স্থগিত করা হল। একে একে স্বপ্নভঙ্গ হয় সকলের। এই পরিস্থিতিতে ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের শেষে সজ্জন জিন্দাল জানান, তাঁরা এখানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবেন। সিমেন্ট কারখানায় ওই টাকা বিনিয়োগ করা হবে। ২০১৮ সালে সেই কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপরেও খালি পড়ে থাকে বিশাল জমি। বাম জমানায় শালবনীতে জিন্দল গোষ্ঠীকে প্রায় ৪১০১.৯৭ একর জমি দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত তার ৮৪৯.০২ একরে তৈরি হয়েছে সিমেন্ট কারখানা।