সপ্তাহান্তে বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে আরও পাল্টি খাবে বাংলার আবহাওয়া (Weather)। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর এই নিম্নচাপের জেরে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে বাংলাজুড়ে।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চল অধিকর্তা সোমনাথ দত্ত জানাচ্ছেন, বাংলায় আগামী দিনে কালবৈশাখীর একটা ভ্রূকুটি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ঝেঁপে বৃষ্টি হবে সমগ্র বাংলাজুড়ে। উত্তরবঙ্গে আপাতত কোনও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কিন্তু দক্ষিণবঙ্গের কপালে শনি নাচছে কার্যত। জানা গিয়েছে,বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া বইবে, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা।
আজ বৃষ্টি হবে মুর্শিদাবাদ,বীরভূম,নদীয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে।
আবহাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গ : তারিখ 15.03.2024 । বাকি দিন গুলোয় কোনো সতর্কতা নেই । pic.twitter.com/UF6NvW9B3F
— IMD Kolkata (@ImdKolkata) March 15, 2024