HomeWest BengalKolkata Cityকলকাতার তথ্য-প্রযুক্তি তালুকের যাত্রীদের জন্য সুখবর, একাধিক রুটে সরকারি বাস পরিষেবার ঘোষণা

কলকাতার তথ্য-প্রযুক্তি তালুকের যাত্রীদের জন্য সুখবর, একাধিক রুটে সরকারি বাস পরিষেবার ঘোষণা

- Advertisement -

এখন কলকাতার তথ্যপ্রযুক্ততি তালুকে যাতায়াত আরও সহজ হল। কলকাতার তথ্যপ্রযুক্তি হাব থেকে আরও তিনটি নতুন রুটে বাস চালু হচ্ছে। হাওড়া এবং শিয়ালদার মধ্যেও একটি পুরনো রুটে ফের সচল হচ্ছে বাস রুট। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম বা WBTC এই পরিষেবা চালু করছে। এছাড়া পিপিপি মডেলে এখন যেসব বাস চলছে সেগুলোও চলবে, সঙ্গে এই পরিষেবায় আরও নয়া রুটে একটি বাস চালু করা হচ্ছে। সেটি মহেশতলা থেকে যাবে আইটি হাবে।

তথ্যপ্রযুক্তি তালুকে কোন কোন রুটে চলবে বাস?

   

– ইনফোসিস থেকে হাওড়া,
– ইনফোসিস থেকে ঠাকুরপুকুর
– ইনফোসিস থেকে বাগবাজার

এই তিনটি রুটেই বৈদ্যুতিক বাস চলবে। যা কলকাতার তথ্যপ্রযুক্তি হাব যোগাযোগ ব্যবস্থাকে আরও পোক্ত করবে বলে মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম এতদিন কলকাতার তথ্যপ্রযুক্তি হাবে মাত্র দু’টি রুটে বাস চালাত। একটি বাস চলত হাওড়া থেকে। অপর বাসটি বেহালা থেকে। এবার সেই তালিকায় আরও তিনটি বাসরুট যুক্ত হচ্ছে। তবে সরকারি বাসগুলো যাতে নিয়ম মেনে চলে তার আর্জি জানিয়েছেন তথ্য প্রযুক্তি হাবে যাতায়াতকারীরা।

ফের কল্পতরু মমতা! খেলা হবে দিবসে অনুদানের ‘খেলা’

হাওড়া-শিয়ালদহ রুটে বাস পরিষেবা-

শিয়ালদা-হাওড়া রুটে চার বছর পরে ফের বাস চালু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। কোভিড মহামারীর সময় সেই বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার ফের সেই রুটে বাস চালু করা হল। তবে আগের মত রাজাবাজার পর্যন্ত নয়, ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনকে মাথায় রেখে হাওড়া থেকে চলাচল করবে বাস। অর্থাৎ হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ মেট্রো স্টেশন পর্যন্ত বাস রুট চালু হল।

মহেশতলা-হাওড়া রুটে বাস-

পিপিপি মডেলে মহেশতলা (ইডেন সিটি)-হাওড়া রুটে বাস চালু করা হল। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের পরিবর্তে ওই রুটে ১০টি বাস চালাবে বেসরকারি সংস্থা। ইডেন সিটি থেকে হাওড়া পর্যন্ত চলাচল করে এস-৪৭ বাস। যা হাওড়া থেকে দক্ষিণ শহরতলির যোগাযোগ ব্যবস্থাকে মসৃণ করবে বলেই মনে করা হচ্ছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular