Rain: মেঘ ঢুকেছে হুড়মুড়িয়ে, তিনদিনের ঝড়-বৃষ্টির সতর্কতা

টানা তিনদিন বৃষ্টিপাত হবে। বুধবার থেকে চলতি সপ্তাহ জুড়ে চলবে (Rain) বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলবর্তী ও আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গ জুড়ে হবে বৃষ্টি। বুধবার…

Rain: মেঘ ঢুকেছে হুড়মুড়িয়ে, তিনদিনের ঝড়-বৃষ্টির সতর্কতা

টানা তিনদিন বৃষ্টিপাত হবে। বুধবার থেকে চলতি সপ্তাহ জুড়ে চলবে (Rain) বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলবর্তী ও আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গ জুড়ে হবে বৃষ্টি। বুধবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই নামবে বৃষ্টি। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন তাপমাত্রার পরিবর্তন ঘটার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা শক্তিশালী হয়েছে। উত্তরবঙ্গে হালকে থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মোকা ঘূর্ণি মায়ানমারে চলে যেতেই রাজ্যে বৃষ্টি শুরু হয়। দাবদাহ থেকে অনেকটা মুক্তি পেয়েছেন রাজ্যবাসী।সোমবার বিকেলের পর আচমকা চারিদিকে কালো করে ধেয়ে আসে কালবৈশাখী। প্রবল ঝড় ও ধুলোর ঝাপটা দেখা গেছিন। এর পরই আসে বৃষ্টি।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে হবে বৃষ্টি। কবে ঢুকবে বর্ষা? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? এখনই নিশ্চিত করে কিছু জানায়নি আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর বলেছে যে ৮ জুন কেরলে ঢুকছে বর্ষা, এবং তারপরই বলা যাবে কবে বঙ্গে প্রবেশ করবে বর্ষা।