Burdhaman RPF:রেল সুরক্ষা বাহিনীর সঙ্গে তৃতীয় লিঙ্গের সদস্যের তুমুল মারপিট! হট্টগোল বর্ধমানে

মঙ্গলবার ভরদুপুরে তুমুল হট্টগোলের ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। তৃতীয় লিঙ্গের সদস্যের সঙ্গে হাতাহাতিতে জড়াল আরপিএফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে রেল সুরক্ষা বাহিনী তথা আরপিএফের…

burdhaman rpf

মঙ্গলবার ভরদুপুরে তুমুল হট্টগোলের ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে। তৃতীয় লিঙ্গের সদস্যের সঙ্গে হাতাহাতিতে জড়াল আরপিএফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে রেল সুরক্ষা বাহিনী তথা আরপিএফের সঙ্গে বচসা শুরু হয় তৃতীয় লিঙ্গের সদস্যদের। তারপর তাঁরা আরপিএফের তাড়া খেয়ে স্টেশনের প্লাটফর্মের বাইরে চলে যান। কিন্তু তারপরেই তাঁরা পাল্টা হামলা করেন বলে অভিযোগ।

সূত্র মারফত জানা গিয়েছে, আরপিএফের দাবি তাঁদের ৫ জন কর্মী তৃতীয় লিঙ্গের সদস্যদের মারে জখম হয়। তৃতীয় লিঙ্গের সদস্যদের অভিযোগ। আরপিএফ বিনা কারণে তাদের কাজে বাধা দিচ্ছে ও মারধর করছে। তাদের ট্রেনে ও প্লাটফর্মে কাজ করতে গেলে আরপিএফ প্রতিনিয়ত অত্যাচার করছে বলে দাবি তৃতীয় লিঙ্গের সদস্যদের।

   

আরপিএফের তরফে জানা গিয়েছে যে ইদানীং ট্রেনে যাত্রীদের কাছ থেকে তৃতীয় লিঙ্গের সদস্যরা জোর করে টাকা আদায় করছিল, সেই নিয়েই আজ মঙ্গলবার আরপিএফ একটি বিশেষ অভিযান চালায়। প্রায় শ’দেড়েক তৃতীয় লিঙ্গের সদস্য আরপিএফের অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। বেশ খানিকক্ষণ বিক্ষোভ চলার পর তৃতীয় লিঙ্গের সদস্যরা শেষ পর্যন্ত আরপিএফের অফিসের সামনে থেকে সরে যায়। কাউকে গ্রেফতার করা হয়নি।