SSC Recruitment: নিয়োগ দুর্নীতি মামলায় এখনই সিবিআই তদন্তের দরকার নেই

গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ মামলায় নাটকীয় মোড়। সিবিআইয়ের তদন্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। এই ডিভিশন বেঞ্চ জানিয়েছে, গ্রুপ ডি এবং…

ssc high

গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ মামলায় নাটকীয় মোড়। সিবিআইয়ের তদন্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। এই ডিভিশন বেঞ্চ জানিয়েছে,

গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলায় এখনই সিবিআই তদন্তের প্রয়োজন নেই। আর এর ফলে আগামী দু সপ্তাহের জন্য সিঙ্গেল বেঞ্চে গ্রুপ ডি সংক্রান্ত মামলা শুনতে পারবেন না কেউ।

এর পাশাপাশি ৫৭৩ জন প্রার্থীর চাকুরী থেকে বরখাস্ত করার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Advertisements

উল্লেখ্য, মঙ্গলবারই দুর্নীতি মামলায় আবারও একবার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তখন বিচারপতি জানান, ‘মঙ্গলবার রাত ৯টার মধ্যে হাই কোর্টের প্রাক্তন বিচারপতির কমিটির চেয়ারম্যাননের কাছ থেকে সমস্ত নথি সিবিআই নিজেদের হেফাজতে নেবেন।’ অন্যদিকে গ্রুপ সি কর্মী নিয়োগের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আদালতের তরফ থেকে আগামী ১৫ মার্চের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। স্কুলে এসএসসি-র মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে কর্মী নিয়োগের অভিযোগে মামলা হয়েছে। নিয়োগে দুর্নীতি রয়েছে কি না, সিবিআই কে তা অনুসন্ধানের দায়িত্ব দেন বিচারপতি অভিভিৎ গঙ্গোপাধ্যায়।