নিয়োগ দুর্নীতিতে (recruitment corruption ) উঠে আসা কালীঘাটের কাকুকে (Kaku of Kalighat) নিয়ে রাজনীতিতে শোরগোল পড়ে গেছে৷ কালীঘাটের সেই কাকু সুজয় ভদ্রের কথায়, ২০০৯ সাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে সে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তাঁর মালিক। তাঁর কথায়, সাহেব কোনওদিন এই সমস্ত বিষয়ে কাউকে এন্টারটেইনক করেনি কাউকে করবে না৷ সে অন্য গ্রহের মানুষ তাঁকে ধরা এত সহজ নয়৷
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত গোপাল দলপতির মুখেই প্রথম কালীঘাটের কাকুর প্রসঙ্গ উঠে আসে৷ এমনকি সেই ব্যক্তি কুন্তলের পরিচিত বলেও দাবি করেন তিনি৷ কিন্তু কুন্তলের বক্তব্য, কালীঘাটের কাকু বলে কাউকে চেনেন না। সেই ব্যক্তি সুজয় ভদ্র বলে জানা গেছে৷ সেই কাকুর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এখন কাকুর বক্তব্য, এতজনের চাকরি করিয়ে দিতে পারলে কেন নিজের পরিবারের সদস্যদের চাকরি করিয়ে দিতে পারবেন না?
তবে অভিষেক প্রসঙ্গে তাঁর বক্তব্য, প্রতিদিন বলছি, আজও বলছি, অভিষেক ব্যানার্জি অন্য গ্রহের মানুষ। তাঁকে কেউ কিচ্ছু করতে পারবে না। এইরকম কথাও বলছি। কারণ অভিষেক ব্যানার্জি কোনও বিজনেসম্যানের সঙ্গে কথা বলেন না। তাঁর কাছে চাকরি চেয়ে প্রস্তাব আসলেও অভিষেকের কথামতোই পদক্ষেপ নেন৷ তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির মালিক নয়। তবে ভাতা অভিষেকের থেকেই পান বলে দাবি করেন তিনি৷
তাঁর কথায়, আমার সাহেব আমাকে বলেন, তোমার কাছে লোক কেন আসে? তুমি কি কাউন্সিলর? নাকি বিধায়ক? তুমি কেন লোকের চাকরির আবেদন এন্টারটেন করবে? আমার সাহেব সবসময় বলেন। বলেন, যদি মনে হয় কেউ খুব নিডি, তুমি এলাকার কাউন্সিলরের কাছে নিয়ে যাও, বিধায়কের কাছে যাও