TET Protest: দুর্নীতি নয়, যোগত্যতার চাকরি চেয়ে কলকাতায় প্রতিবাদ

বছরের শুরুতেই নিয়োগে চেয়ে পথে চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে আজ ২০২২ টেট পাশ চাকরিপ্রার্থীদের মিছিল রয়েছে শিয়ালদহ থেকে ধর্মতলা। যাওয়া হবে বিকাশ ভবন পর্যন্ত। পঞ্চাশ হাজার…

TET candidates protest

বছরের শুরুতেই নিয়োগে চেয়ে পথে চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে আজ ২০২২ টেট পাশ চাকরিপ্রার্থীদের মিছিল রয়েছে শিয়ালদহ থেকে ধর্মতলা। যাওয়া হবে বিকাশ ভবন পর্যন্ত। পঞ্চাশ হাজার শুন্যপদে নিয়োগের দাবিতে এই মিছিল। এই মুহূর্তে মিছিল রয়েছে মৌলালিতে। এই মিছিলের উদ্দেশ্য দুটো। এক কলকাতার বুকে বড় মিছিল করে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা।

এই ওই মিছিলের একটা অংশ আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলা পৌঁছাবে তারপর তারা সরাসরি পৌঁছে যাবে বিকাশ ভবনে। সেখানে তারা রাজ্যের শিক্ষা মন্ত্রী কে তাদের অর্থাৎ ২০২২ সালের টেট পাস চাকরি প্রার্থীদের হাতে অবিলম্বে নিয়োগ পত্র তুলে দেওয়ার ক্ষেত্রে এ মুহূর্তে কি ভাবছে রাজ্য সরকার বা তাদের ভাবনা চিন্তার মধ্যে এই বিষয়টি রয়েছে কিনা, এই নামের কোন প্যানেল তৈরি হয়েছে কিনা। প্যানেল তৈরি না হলে কবে সেই প্যানেল তৈরি হবে তার সদুত্তর চেয়ে আজকের মিছিল।

   

এই মিছিলে দূর দূরান্ত জেলা থেকে এসেছে টেট উর্ত্তীণ চাকরিপ্রার্থীরা। কেউ লোকাল ট্রেন বা কেউ দূরপাল্লার ট্রেনে করে উত্তরবঙ্গ থেকে এসেছেন। তারপর শিয়ালদা স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে বেলা সাড়ে বারোটায় সেখান থেকে মিছিল শুরু করেছেন। সংগঠিতভাবে জেলা ও কলকাতার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়েই এই মিছিল হচ্ছে।

যারা মিছিল করছে তাদের হাতে হাতে রয়েছে স্লোগান, গৌতম পাল এর প্রতীকি ছবি নিয়ে নেমেছেন। প্রত্যেকের হাতে হাতে রয়েছে খালি থালা। কেন মিছিলে খালি থালা হাতে চাকরিপ্রার্থীরা। এই প্রসঙ্গে একজন বলেছেন, ২০২২ এ পরীক্ষা হয়েছে এখনো কোনো ইন্টারভিউ হয়নি শুধু পরীক্ষা নিলেই পেট ভরবে না।

ইন্দ্রজিৎ ঘোষ, আন্দোলনের নেতৃত্বকারী বলছেন, রাজ্য সরকার চাইছে প্রতি বছর টেট নেবে কিন্তু কোন নিয়োগ করবে না। রাজ্য স্কুলগুলো অসংখ্য শিক্ষক পদ।বাচ্চারা পড়াশোনা করার জন্য উপযুক্ত শিক্ষক পাচ্ছে না। আমাদের কথা টেট পাশ ক্যান্ডিডেটদের আপনারা নিয়োগ দিন। স্কুলের বাচ্চাদের পড়াশোনা করার সুযোগ দিন।

মিছিলে বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আছে পুলিশের দল। শিহালদা এলাকায় যানজটে এমনিতেই হাঁসফাঁস অবস্থা থাকে কলকাতা পুলিশের। তার মাঝে যানযট নিয়ন্ত্রণ এই মিছিলে বড় চ্যালেঞ্জ ট্রাফিক পুলিশদের হাতে।

আরেক জায়গায় থালা বাজিয়ে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, ইন্টারভিউ চাই। দুর্নীতি হীন পরীক্ষার ইন্টারভিউ হয়নি এখনও। প্রতীকি ব্রাত্য বসু সেজেছেন কয়েকজন, তারা বলছে, স্যার আমাদের নিয়োগ দিন। চাইনা লক্ষী ভান্ডার, চাকরি চাই স্লোগান উঠছে‌। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা মন্ত্রী ছবির সামনে পা ধরে চাকরি চাইছেন চাকরিপ্রার্থীরা। বাংলায় নিয়োগ কি প্রশ্ন চাকরিপ্রার্থীদের।