Weather Today: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পৌষ সংক্রান্তির আগে পতনের পূর্বাভাস ছিল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় এক ডিগ্রি বেড়ে গেছে। জেলাগুলির অনেক জায়গাতেই একই পরিস্থিতি। তবে হাল ছাড়তে নারাজ আবহাওয়াবিদরা। জাঁকিয়ে শীত না পড়লেও শীত এখনই বিদায় নিচ্ছে না বলেই জানাচ্ছেন তারা।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শুক্রবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দুদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরেই দু’দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না পূর্বাভাসে জানানো হয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। জেলাগুলির কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।