Monday, December 8, 2025
HomeWest BengalKolkata CityWeather: ঘূর্ণিঝড় আসছে না, শক্তিশালী নিম্নচাপে আরও প্রবল বৃষ্টির পূর্বাভাস

Weather: ঘূর্ণিঝড় আসছে না, শক্তিশালী নিম্নচাপে আরও প্রবল বৃষ্টির পূর্বাভাস

- Advertisement -

Weather: ফের একবার আলিপুর হাওয়ায় অফিস জানিয়ে দিল, রাজ্যে এই সময় কোনও সামুদ্রিক ঘূর্ণি আসছে না। তবে বঙ্গোপসাগরে যে শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে রবি ও সোমবার পর্যন্ত কাকভেজা পরিস্থিতি থাকছে।

আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। আবহাওয়া বিভাগ জানাচ্ছে, নিম্নচাপ ক্রমশ ওড়িশার দিকে যাচ্ছে। আগামী ২ অক্টোবর থেকে কমতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এটি জোরালো নিম্নচাপ। প্রবল বর্ষণে দিন ও রাতের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নিচে।

   

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা আরো বেশ কয়েকগুণ শক্তি বাড়িয়ে বাংলার উপকূলে আছড়ে পড়বে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ভারী বৃষ্টির সম্ভবনা। আজ অর্থাৎ শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

রাজ্য জুড়ে বেশ কিছুদিন এই বৃষ্টির আবহাওয়াই বহাল থাকবে। এই কয়েকদিন তাপমাত্রার পারদও কম থাকবে। আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভবনা।

উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বাকি সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আগামীকালের পর থেকে তারিখের পর থেকে বৃহস্পতিবার অর্থাৎ ৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular