Weather: হুড়হুড় করে নামবে তাপমাত্রা, কোন কোন জেলা?

দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকলেও আপাতত শুকনো আবহাওয়াই থাকতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকেই রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার কারণে আগামী কয়েক দিনে…

Winter Update of West Bengal

দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকলেও আপাতত শুকনো আবহাওয়াই থাকতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকেই রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা বেশ কিছুটা কমতে চলেছে। ঠান্ডার আমেজ থাকবে এবং পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাবে আগের মতো।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী চারদিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়ায় হ্রাস পেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথায়ও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে পরপর চার দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।  আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চারদিন রাজ্যের বিভিন্ন তাপমাত্রা দুই ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে।