দুয়ারে বর্ষা? হাওয়া অফিসের বার্তায় স্বস্তির নিঃশ্বাস

today bengal heavy -rain-forecast-in-kolkata-south-bengal-in-24-hours
today bengal heavy -rain-forecast-in-kolkata-south-bengal-in-24-hours

অবশেষে কি দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা? হাওয়া অফিসের বার্তায় স্বস্তির নিঃশ্বাস। হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরের তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে।

বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাতে। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে হুগলি, পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। কাল, শুক্রবার পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভবনা আছে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। তবে সপ্তাহের শেষ থেকে আবহওয়ার উন্নতি হতে পারে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।

   

হাওয়া অফিসের সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী সপ্তাহে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। আবার অন্যদিকে উত্তরবঙ্গে পাঁচ জেলাতে প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অভিভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন