আরজি কর হাসপাতালে ডাক্তারি কোর্সে ভর্তির প্রতারণা চক্রের পর্দা ফাঁস

আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ডাক্তারি কোর্সে ভর্তির নামে প্রতারণা চক্রের পর্দা ফাঁস হল। ডোনার কোটায় এমবিবিএস এ ভর্তির নামে পাওয়া গেল প্রতারণা চক্রের…

আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ডাক্তারি কোর্সে ভর্তির নামে প্রতারণা চক্রের পর্দা ফাঁস হল। ডোনার কোটায় এমবিবিএস এ ভর্তির নামে পাওয়া গেল প্রতারণা চক্রের হদিশ। এই চক্রের হদিশ পেল আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, কবে থেকে এই প্রতারণা চক্র চলছে তার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি হাসপাতালে অধ্যক্ষের কাছে দুজন অভিভাবক এসে ছিলেন। যারা ত্রিপুরার বাসিন্দা।

তারা কাগজ দেখান যেখানে অধ্যক্ষের সই রয়েছে এবং তারা জানান পরিবারের দুই সদস্য ডোনার কোটায় আরজিকর হাসপাতালে ভর্তি হবে। ২৫ লক্ষ টাকা দিলেই ডাক্তারি কোর্স এর ভর্তির আশ্বাস দিয়ে প্রতারণার কাজ চলছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতলে। এরপরই কলেজের প্রিন্সিপালকে সেই কাগজ দেখালেই তিনি বুঝতে পারেন যে সেই সই তার নয়। এরপর এই খবর দেওয়া হয় তালা থানাকে।

অধ্যক্ষের সই জাল করে চলছিল প্রতারণা চক্র। স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক এসে জানান, তাকে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তাঁর সন্তানকে আরজিকর এর ডোনার কোটায় ভর্তি করা হবে। ওই স্বাস্থ্য দপ্তরের কর্মীর সাহায্যেই প্রতারককে চিহ্নিত করা হয়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে টালা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরু হয়ে গিয়েছে। তদন্ত চলছে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তাদের খোঁজ। আরজিকর হাসপাতালে ট্রমা সেন্টারের বেসমেন্টে বসেই চলত প্রতারণা চক্রের প্ল্যানিং।