গার্ডরেলে ধাক্কা খেয়ে নিচে পড়ল বাইক আরোহী, ফের দুর্ঘটনা মা উড়ালপুলে

সোমবারই মা উড়ালপুলে (Maa Flyover) বাংলাদেশ হাই কমিশনের দুটি গাড়ির সংঘর্ষে ঘটেছিল দুর্ঘটনা। এবার দুদিন পরেই ফের দুর্ঘটনার কবলে পড়ল মা উড়ালপুল। জানা যাচ্ছে, বুধবার…

Traffic Begins on East Bardhaman Ausgram Bhediya Flyover Before Official Inauguration"

সোমবারই মা উড়ালপুলে (Maa Flyover) বাংলাদেশ হাই কমিশনের দুটি গাড়ির সংঘর্ষে ঘটেছিল দুর্ঘটনা। এবার দুদিন পরেই ফের দুর্ঘটনার কবলে পড়ল মা উড়ালপুল। জানা যাচ্ছে, বুধবার সকাল সাড়ে ৮ টা নাগাদ তিলজলা ট্র্যাফিক গার্ডের কাছে একটি দুর্ঘটনা ঘটেছে। ঠিক কী ঘটেছে?

Advertisements

প্রত্যক্ষদশীদের কাছ থেকে জানা গেছে, এদিন সকালে দ্রুত গতির একটি বাইক আসছিল পার্ক সার্কাসের দিক থেকে। সেই বাইকে ছিলেন দুই আরোহী। কিন্তু সায়েন্স সিটির কাছে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সোজা ধাক্কা মারে গার্ডরেলে। তবে এই দুর্ঘটনায় চালক কোনওমতে রক্ষা পেলেও উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে যান সেই বাইক আরোহী যুবক।

   

গুরুতর জখম অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সাতসকালে এমনই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়ে হয়ে থাকল মা উড়ালপুল। জানা গেছে, গুরুতর জখম অবস্থায় ওই বাইক আরোহীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকেরা।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। বাইকের গতি বেশি থাকার জন্য এই ঘটনা ঘটেছে নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে সেই বিষয়েই এখন তদন্ত চালাচ্ছে পুলিশ।