TET Protest: ‘চাকরি দাও’ বলে টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠি চালাল পুলিশ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিপুল কালো টাকা ও সোনা উদ্ধার, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ইডি হেফাজত হয়েছে। এসবের মাঝে ফের শিক্ষক নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ চাকরী…

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিপুল কালো টাকা ও সোনা উদ্ধার, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ইডি হেফাজত হয়েছে। এসবের মাঝে ফের শিক্ষক নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণ চাকরী প্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত সল্টলেক। চাকরি প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। অভিযোগ, মারধর করেছে পুলিশ।

নিয়োগ দাবিতে ডেপুটেশন দেওয়ার জন্য মিছিল করে এপিসি ভবনের দিকে যান চাকরী প্রার্থীরা। সল্টলেকের পিএনবি মোড়ে বাধা দেয় পুলিশ। শুরু হয় ধুন্ধুমার কান্ড। ২০১৭ এর টেট উত্তীর্ণ চাকরী প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে এপিসিভবনের দিকে অভিযান চালাচ্ছিলেন চাকরী প্রার্থীরা। সল্টলেক ঢোকার মুখেই আটকে দেওয় হয় তাদেরকে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে আসে পুলিশ। টেট চাকরিপ্রার্থীরা পুলিশের ঘেরাটোপ পেরিয়ে শেষ পর্যন্ত বিকাশ ভবন পর্যন্ত পৌঁছতে পারেননি।

২০১৭ প্রাথমিক টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চের পক্ষ থেকে এদিন শুরু হুয় মিছিল। তাদের দাবি, ২০১৭ সালে আবেদন পত্র গ্রহণ করা হয়েছিল। তাঁদের বক্তব্য, ৫ বছর পর আবেদন পত্র গ্রহণ করা হয়েছিল। ৯ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী পাশ করলেও এখনও নিয়োগ হয়নি। এমনটাই অভিযোগ উঠতে শুরু করে।

চাকরী প্রার্থীদের বক্তব্য, আগেও প্রাথমিক শিক্ষা পর্ষদে ডেপুটেশন জমা দিয়েছেন তারা। মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে তাঁরা একাধিকবার ই-মেল করে নিয়োগের আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনও উত্তর মেলেনি।

তৃ়নমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চেয়ে কুণাল ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ দেখান টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। পরে চাকরী প্রার্থীদের সঙ্গে বৈঠক করে বৈঠকের বিষয়ে আশ্বাস দেন কুণাল ঘোষ। তারপরেও চাকরি প্রার্থীদের বিক্ষোভ।