TET Scam: অনশন আন্দোলনকারীদের তুলতে মধ্যরাতে পুলিশের ধরপাকড়

আদালতের নির্দেশের পরেই পুলিশের চুড়ান্ত তৎপরতা৷ তবুও ১৪৪ ধারা মেনেই মানবন্ধন করে আন্দোলন (TET Scam) TET Scam জারি রেখেছিলেন ২০১৪ সালের টেট পাশ নট ইনক্লুডেড…

hunger strikers

আদালতের নির্দেশের পরেই পুলিশের চুড়ান্ত তৎপরতা৷ তবুও ১৪৪ ধারা মেনেই মানবন্ধন করে আন্দোলন (TET Scam) TET Scam জারি রেখেছিলেন ২০১৪ সালের টেট পাশ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা৷ কিন্তু মধ্যরাতে বদলে গেল ছবি মাত্র দুই মিনিটের মধ্যে চাকরি প্রার্থীদের আন্দোলন তুলে নেওয়ার কথা জানায় পুলিশ৷ কিন্তু তা না তুলে নেওয়ার পরেই চলল পুলিশের ধরপাকড়। অনশন আন্দোলনকারী চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হল৷

উল্লেখ্য, ২০১৪ সালে টেট পাশের পরেও চাকরি প্রার্থীরা দুই বার ইন্টারভিউ দিয়েছে৷ তাদের বক্তব্য পর্ষদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় বসতে নারাজ তারা৷ তাই যোগ্যদের নিয়োগের দাবিতে সোমবার থেকেই এপিসি ভবনের সামনে চলল চাকরি প্রার্থীদের বিক্ষোভ। তার ওপর মঙ্গলবার থেকেই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা।

এরই মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় পর্ষদ৷ আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভের কারণে সমস্যা দেখা দিচ্ছে এমনটাই দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ তাই পর্ষদের ভবনের কর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন পর্ষদ৷

কলকাতা হাই কোর্টের তরফে জানানো হয়, ১৪৪ ধারা মানতে হবে চাকরি প্রার্থীদের। বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন পর্ষদ অফিসে কর্মীদের ঢোকা বের হওয়ার ব্যবস্থা করতে হবে। আগামী ৪ নভেম্বর অবধি এই নিয়ম বলবৎ থাকবে। এরপরেই তৎপর হয় প্রশাসন৷ করুণাময়ীতে মোতায়েন বিরাট পুলিশ বাহিনী।

উপস্থিত হয় বিজেপি ও বাম দলের প্রতিনিধিরা৷ চাকরি প্রার্থীদের কোনভাবেই পুলিশ সরিয়ে নিয়ে যেতে পারবে না৷ এই আশ্বাস দেওয়া হয়েছিল দুই পক্ষের তরফেই। কিন্তু পুলিশের ধরপাকড় শুরু হয়ে যায়৷