TET Scam: ‘পলাতক’ তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুক আউট নোটিশ

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি (TET Scam) মামলায় সরাসরি নাম জড়িয়েছে (Manik Bhattacharya) মানিক ভট্টাচার্যের। এরপর তাকে পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত করে কলকাতা হাইকোর্ট।…

Manik Bhattacharya

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি (TET Scam) মামলায় সরাসরি নাম জড়িয়েছে (Manik Bhattacharya) মানিক ভট্টাচার্যের। এরপর তাকে পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত করে কলকাতা হাইকোর্ট। তদন্তে নেমে বারবার মানিককে তলব করেছে ইডি। কিন্তু প্রত্যেকবারেই হাজিরা এড়িয়েছেন মানিকবাবু। তিনি কোথায়? ‘পলাতক’ মানিককে গোরুখোঁজা চলছে। তাকে বাগে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। জারি হল (Lookout notice) লুক আউট নোটিশ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরার মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। একাধিক অজুহাতে হাজিরা এড়িয়ে গেছেন তিনি। গত ১০ আগস্টও ইডি ডেকে পাঠিয়েছিল মানিককে। কিন্তু তার খোঁজ নেই।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত করছে ইডি। গত ২২ জুলাই রাজ্যের মানিক ভট্টাচার্যের বাড়িতে চলেছিল তল্লাশি অভিযান। তখনই নিয়োগ সম্পর্কিত একাধিক তথ্য হাতে পায় ইডি। সমস্ত তথ্য প্রমাণ সামনে রেখেই আগামী দিনে অভিযানে নামতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরেই মানিকের পরিবারের একাধিক সদস্যদের সম্পত্তি এখন সিবিআই ও ইডি নজরে। হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন মানিক। এরই মধ্যে ইডির অভিযান শুরু হচ্ছে।