Tet Scam: টেট নম্বর প্রকাশে পর্ষদের অবস্থান জানতে বিচারপতির নির্দেশ

টেট দুর্নীতির (Tet Scam) তদন্ত চলছে। তেমনই চাকরির দাবিতে চলছে আন্দোলন। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যুক্তি, আন্দোলন করে চাকরি হবে না। আর চাকরি প্রার্থীরা স্বচ্ছ…

টেট দুর্নীতির (Tet Scam) তদন্ত চলছে। তেমনই চাকরির দাবিতে চলছে আন্দোলন। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যুক্তি, আন্দোলন করে চাকরি হবে না। আর চাকরি প্রার্থীরা স্বচ্ছ নিয়োগ চেয়ে টেটের নম্বর প্রকাশের দাবি করেছেন।

টেটের নম্বর প্রকাশের বিষয়ে অবিলম্বে মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে কথা বলুক পর্ষদ। মঙ্গলবার এমন নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নম্বর প্রকাশের বিষয়ে পর্ষদের কী মনোভাব? জানতে চান বিচারপতি।

বিচারপতির বক্তব্য, ২০১৪ এবং ২০১৭ সালে টেট পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার নম্বর প্রকাশের বিষয়ে পর্ষদের চিন্তাভাবনা কী? পর্ষদ সভাপতিকে এ বিষয়ে অবগত করা হয়। সেই নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ এবং ২০১৮ সালের চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল কারা টেট পাশ করেছেন এবিষয়ে তালিকা প্রকাশ করা হলেও নম্বর প্রকাশ করেনি পর্ষদ। ২০১২২ সালে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে পর্ষদ। চাকরি প্রার্থীদের বক্তব্য তাঁরা ২০১৪ এবং ২০১৭ সালের টেট পরীক্ষায় পাশ করেছেন। কোন পরীক্ষায় তাঁরা বেশী নম্বর পেয়েছেন? সেটা জানতে চান চাকরি প্রার্থীরা। সেই নম্বর বর্তমানের নিয়োগ প্রক্রিয়ায় দাখিল করবেন।

তাঁদের বক্তব্য, এই নম্বরের তালিকা প্রকাশ করলে নতুন নিয়োগের ক্ষেত্রে তাঁদের সুবিধা হবে। এই আবেদন আদালতের কাছে জানানোর পরেই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

টেট দুর্নীতির তদন্তে তীব্র বিড়ম্বনায় শাসক তৃণমূল কংগ্রেস। তদন্তে উঠে এসেছে অপসারিত বোর্ড সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য বিপুুল লেনদেনে জড়িত। তিনি জেলে আছেন। বারবার জামিন আবেদন করেছেন। কোনও আবেদন মঞ্জুর হয়নি।