Tet Scam: টেট চাকরি প্রার্থীদের অনশনে পুলিশের জবরদস্তিতে একাধিক জখম

টেট নিয়োগের দাবিতে অনশনরত চাকরিপ্রার্থীদের উপর পুলিশি জবরদস্তির অভিযোগ। তুমুল বিক্ষোভ কলকাতা (Kolkata) করুণাময়ীতে। একাধিক চাকরি প্রার্থী জখম বলে আসছে খবর। (Tet Scam) ২০১৪ সালের…

টেট নিয়োগের দাবিতে অনশনরত চাকরিপ্রার্থীদের উপর পুলিশি জবরদস্তির অভিযোগ। তুমুল বিক্ষোভ কলকাতা (Kolkata) করুণাময়ীতে। একাধিক চাকরি প্রার্থী জখম বলে আসছে খবর। (Tet Scam)

২০১৪ সালের সাথে ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরী প্রার্থীদের যৌথ আন্দোলন শুরু।

গত সোমবার থেকে সল্টলেকে অনশন বিক্ষোভ জারি রেখেছেন চাকরি প্রার্থীরা৷ অন্ন, জল কিছুই নামেনি গলা দিয়ে। যার জেরে অচল হয়ে পড়ছে শরীর৷ তবুও আন্দোলনে অনড় ২০১৪ সালের টেট পাশ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবারও জারি রয়েছে আমরণ অনশন৷ শরীরের ওপর সাদা কাপড় জড়িয়ে নিজেরাই বলছেন জীবন্ত লাশ৷

চাকরি প্রার্থীদের বক্তব্য, দীর্ঘ চার দিনের পরেও নমনীয় হচ্ছে না সরকার৷ তাদের বক্তব্য, সরকার অনেক ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারে যদি তাহলে এক্ষেত্রে কেন নিচ্ছে না৷ তাদের কথায়, এমনিতেই মরতে হবে৷ মরতে হলে এখানেই মরব৷ তবে যোগ্য নিয়োগ দাবি অর্জন না হওয়া অবধি আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রয়োজনে সরকার অচল করতে রাজি।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আমরা অবিচার করছি মনে হলে রাস্তায় না বসে আদালতে যান।শিক্ষামন্ত্রীর অভিযোগ, নিয়োগ প্রক্রিয়াকে ভেস্তে দিতেই এমন অচলাবস্থা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে রাজনৈতিক মদত রয়েছে। নিয়োগের ক্ষেত্রে কারোর সুপারিশ গ্রহণ করা হবে না। নিয়োগে পর্ষদ শেষ কথা, প্সষ্ট জানিয়েছেন তিনি। নিয়োগের ব্যাপারে দফতরের কোনও সম্পর্ক নেই

টেট চাকরি প্রার্থীরা বলছেন, নিয়োগ দুর্নীতি প্রমানিত। কোনওভাবেই এর ইন্টারভিউতে বসব না আমরা। নিয়োগ দিতে হবে। তা না হলে আন্দোলন চলবে।