ভয়ঙ্কর, বুথে গিয়ে সব খোয়ালেন স্বস্তিকা! একই অবস্থা অভিনেত্রীর বোনেরও

swastika mukherjee

লোকসভা ভোটের শেষ দফার ভোট গ্রহণ চলছে বাংলার নয় কেন্দ্রে। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও আপাতত নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ বলে মনে করা হচ্ছে। কিন্তু এর মধ্যেই ঘটল বিপত্তি। বাংলা অভিনয় জগতের অন্যতম অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় পড়লেন ঘোর বিপদে। ভোট কেন্দ্র থেকে হতাশ হয়ে ফিরে এলেন। তাঁর সঙ্গে ঘটল ‘বিরক্তিকর’ ঘটনা। এইদিন দুপুরে তিনি সমাজমাধ্যমে পোস্ট করেন তাঁর বিরক্তির কথা।

Advertisements

শনিবার দুপুরে তিনি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তাঁকে বলতে দেখা গিয়েছে যে, তাঁর এবং তাঁর বোনের ভোটার লিস্ট থেকে নাম বাদ গিয়েছে বলে জানা গিয়েছে। গলফ গার্ডেন এরিয়ার রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস এন্ড বয়েস স্কুলে তাঁর ভোটগ্রহণ ছিল। কিন্তু অভিনেত্রী সেই বুথে পৌঁছে অবাক হয়ে যান। তাঁকে বলতে শোনা যায় যে, ভোটার লিস্ট থেকে তাঁর এবং তাঁর বোনের নাম বাদ গিয়েছে, যা দেখা মাত্রই তিনি অবাক হয়ে যায়।

তৃণমূলের ‘বাহুবলী’ নেতার ভেল্কি, ভোটের দুপুরে তড়িঘড়ি একসঙ্গে সুদীপ-কুণাল-পরেশ! কীসের ইঙ্গিত?

Advertisements

এইদিন তিনি আরও জানান যে, তাঁর প্রয়াত মা এবং বাবার নাম থাকলেও নেই তাঁদের দুই বোনের নাম। তিনি জানান তাঁর মা গত ২০১৫ সালে এবং বাবা ২০২০ সালে মারা গিয়েছেন। তাঁদের নাম ভোটার লিস্টে থাকলেও তাঁদের নাম নেই। শুধু তাই নয়, তাঁদের আবাসনের বহু বয়স্ক লোকের নাম রয়েছে যারা গুরুতর অসুস্থ কিংবা কেউ কেউ মারা গিয়েছে! অথচ ভোটার লিস্ট থেকে ভ্যানিশ তাঁদের নাম।

তিনি এই বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন বলে জানা গিয়েছে। তবে ভোটাধিকার প্রয়োগ না করতে পেরে তিনি বিরক্ত এবং বীতশ্রদ্ধ। তিনি এও বলেছেন যে ভোটাধিকার প্রয়োগ না করতে পেরে খুবই খারাপ লাগছে।