Keshpur: শুভেন্দুকে বেধড়ক মার তৃণমূলের! কেশপুরে তুমুল হট্টগোল

ভোটের আগে তুমুল উত্তেজনা কেশপুরে। তৃণমূলের হাতে বেধড়ক মার খেলেন শুভেন্দু। কেশপুরে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি। গুরুতর আহত অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জানা…

bjp-west-bengal-bengal-bjp-may-appoints-female-state-president-key-leadership-update

ভোটের আগে তুমুল উত্তেজনা কেশপুরে। তৃণমূলের হাতে বেধড়ক মার খেলেন শুভেন্দু। কেশপুরে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি। গুরুতর আহত অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে জানা গিয়েছে, বুধবার কেশপুর ১৪নম্বর অঞ্চল ঝেতলার কুশপাতাতে বিজেপির একটি মিটিং ছিল। ওখানেই বাইকে যাচ্ছিলেন কেশপুর ৪ নম্বরের মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত। তাঁর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে মারাত্মক ভাবে আক্রমণ করেন।

আরও জানা গিয়েছে যে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে বাইক থেকে ফেলে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। কপালে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়। ঘটনার খবর জানতে পেরে বিজেপি কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা চলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত অবস্থায় শুভেন্দুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যদিও তাঁর অভিযোগ তাঁকে চিহ্নিত করেই আক্রমণ করা হয়েছে।

   

শুভেন্দুর বক্তব্য, প্রকাশ্য বৈঠকেই তিনি বলেছিলেন, ‘এবার দেব হারবে আর হিরণ জিতবে’। আর সেই কারণেই তৃণমূলের এই আক্রোশ বলে অভিযোগ শুভেন্দুর।

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, নির্দিষ্ট ভাবে তৃণমূল নেতৃত্বের নামে থানায় অভিযোগ করবে। যদি পুলিশ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটা তাদের আদি ও নব্য বিজেপির গোলমাল।