পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর সুপ্রিম নির্দেশকে স্বাগত শুভেন্দুর

পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে করার জন্য হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। Advertisements মঙ্গলবার বিজেপির হাওড়া গ্রামীণ…

Subhendu Adhikari, BJP Leader from West Bengal

পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে করার জন্য হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisements

মঙ্গলবার বিজেপির হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলার দফতরে সাংবাদিকদের বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহারের ব্যবস্থা করতে হবে। আর যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামছে তাই বাহিনীর কম্যান্ডান্টদের ওপরেও যাতে রাজ্য সরকার তাদের বসিয়ে রাখতে না পারে।“

   

তিনি আরও বলেন, “এটা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের সুপারিশে হচ্ছে না, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। তাই কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব অনেক বেড়ে গেল। আমরা সেটা করাব। কারণ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নামটা হচ্ছে অমিত সাহা।“

শুভেন্দু অধিকারী বলেন, “আইনজীবী মারফৎ আমি যা খবর পেয়েছি তাতে এদিন রাজ্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আদালত। রাজ্য সরকারের কেন্দ্রীয় বাহিনী নিয়ে আপত্তি থাকতে পারে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের বিরোধিতার কারণ কী? তারা তো যত বেশি বাহিনী পাবে তত নির্বিঘ্নে নির্বাচন করাতে পারবে। রাজ্য সরকার কোথা থেকে বাহিনী এনে দিল তা দেখা তো তাদের কাজ নয়। আমরা কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের কাজকর্মে নজর রাখব। দরকারে প্রতিদিন আদালতে লড়াই হবে।“

ভোটে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মনে করা হচ্ছে, রায় বহাল থাকায় শীর্ষ আদালতে মুখ পুড়ল রাজ্য সরকার ও রাজ্য্ নির্বাচন কমিশনের।

হাইকোর্টের রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতে যায় কমিশন। সেই আবেদন খারিজ হয় শীর্ষ আদালতে। ফলে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতেই হবে। রাজ্য পুলিশকে ভোটের নিরাপত্তার দায়িত্বে রাখা চলবে না।

হিংসা কখনও নির্বাচনের সহযোগী হতে পারে না বলেছে সুপ্রিম কোর্ট। পঞ্চায়েত নির্বাচনে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার জন্য গত বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শনিবার শীর্ষ আদালতে আবেদন করেছিল রাজ্য নির্বাচন কমিশন।

সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রীয় বাহিনী চাওয়া তাদের কাজ নয়। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন খারিজ হয়েছে।