আরজি কর হাসপাতালের নিরাপত্তায় কি কেন্দ্রীয় বাহিনী? কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু

ঘটনার কেন্দ্রবিন্দু সেই আরজি কর হাসপাতাল! গত এক সপ্তাহ জুড়ে একের পর ঘটনায় খবরের শিরোনামে আরজি কর। প্রথমে এক ডাক্তারি তরুণীকে ধর্ষণ করে খুন এবং…

TMC files complaint against Suvendu Adhikari with the Election Commission for violating the model code of conduct, provocative comments, and various other allegations.

ঘটনার কেন্দ্রবিন্দু সেই আরজি কর হাসপাতাল! গত এক সপ্তাহ জুড়ে একের পর ঘটনায় খবরের শিরোনামে আরজি কর। প্রথমে এক ডাক্তারি তরুণীকে ধর্ষণ করে খুন এবং সেই প্রতিবাদে বুধবার রাতে রাতের দখল নিয়েছিল মেয়েরা। সেই দিন আর জি করের জরুরি বিভাগে হামলা চালালো দুষ্কৃতিরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি চিঠিতে আরজি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ করেছেন।

আর জি করে রাতের ‘রণক্ষেত্রে’ দাঁড়িয়ে মিডিয়াকেই তুলোধোনা কমিশনারের!

   

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ও সিবিআই-এর অধিকর্তাকেও চিঠি পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর জি করের ঘটনার প্রতিবাদে শুক্রবার বাংলা বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি । রাজ্যবাসীর কাছে শুভেন্দুর আবেদন, যেভাবেই হোক, রাজ্যকে স্তব্ধ করে দিতে হবে প্রতিবাদের জন্য। শুক্রবার থেকে আর জি কর হাসপাতালের সামনে লাগাতার অবস্থান শুরু করতে চান সুকান্ত মজুমদার।

আর জি কর হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কেন্দ্রকে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা। তাতে বুধবার রাতের হামলার ঘটনায় পুলিশের নিরাপত্তাহীনতার ছবিটা যেভাবে খোলামেলাভাবে সামনে চলে এসেছে, তাতে শুভেন্দুর দাবি, আর জি করে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। সিবিআই-এর কাছেও একই আর্জি তাঁর।

আরজিকর কাণ্ডে ‘রাম-বাম’কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী

তিনি এই বিষয়ে তাঁর বক্তব্য সমাজমাধ্যমে পোস্ট করেছেন। তাঁর অভিযোগ তৃণমূলের প্রতি। তিনি দাবি করেছেন তৃণমূলের গুণ্ডারা আরজি কর হাসপাতালকে মুক্তক্ষেত্র বানিয়ে দিয়েছে। তাই তিনি কেন্দ্রীয় মন্ত্রকের আছে অনুরোধ করেছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে আরজি করের নিরাপত্তার দায়িত্ব সুনিশ্চিত করতে।