চাকরি হোক চান না মু়খ্যমন্ত্রী : শুভেন্দু

চাকরি প্রার্থীদের বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু বলেন, ‘চাকরি হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না।’…

চাকরি প্রার্থীদের বিক্ষোভ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু বলেন, ‘চাকরি হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না।’ প্রসঙ্গত, নিয়োগের দাবি নিয়ে মাসের পর মাস শহরের রাজপথে দাবি জানিয়ে এসেছে চাকরি প্রার্থীরা। তৃতীয়বার সরকার গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যে কর্মসংস্থানই প্রধান লক্ষ্য হিসেবে জানিয়েছিলেন।

এদিন তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস সংসদীয় ব্যবস্থায় বিশ্বাসী নয়। বিধানসভায় জনস্বার্থের বিষয় তুলে ধরতে দেওয়া হচ্ছে না। চাকরি হোক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না। মূল্যবৃদ্ধিতে নাজেহাল, অথচ কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে না রাজ্য। নবান্নতে বসে তৃণমূলের দলীয় কর্মসূচি ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখায় চাকরিপ্রার্থীরা। ওই বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গতকাল SLST চাকরিপ্রার্থীদের পর আজ পথে নামলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। আচার্য সদনের সামনে সকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। তাদের বাধা দেওয়া হলে, সেখানেই জামা খুলে প্রতিবাদে বসে পড়েন তারা।

হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ এসেছে। নতুন করে নিয়োগের কথাও শোনা গেছে । সদ্য বিরোধীদের বৈঠকের দিন রাজপথে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছিল এসএলএসটি চাকরি প্রার্থীরা।