BJP: তৃণমূলকে ‘গরুর গাড়ির হেডলাইট’ বলে কটাক্ষ শুভেন্দুর

হুগলীর বলাগড়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সভা নিয়ে উত্তেজনা ছিল দেখার মতো। এইদিন বিরোধী দলনেতার গলায় শোনা যায় চড়া সুর। তিনি বলেন,”আপনি কি চান দেশটা…

Suvendu Adhikari

হুগলীর বলাগড়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী সভা নিয়ে উত্তেজনা ছিল দেখার মতো। এইদিন বিরোধী দলনেতার গলায় শোনা যায় চড়া সুর। তিনি বলেন,”আপনি কি চান দেশটা আফগানিস্থান হয়ে যাক? দেশটা যাতে শক্তিশালী নেতার হাতে থাকে সেই কথাটা মাথায় রাখুন।”

Advertisements

এই বিজয় সংকল্প সভা থেকে তিনি আওয়াজ তোলেন, ” এইবার ৪০০ পার।”শুধু তাই নয়, সিএএ নিয়ে তিনি বলেন,” আমি গ্যারিন্টি দিচ্ছি কারুর নাগরিকত্ব যাবে না।” তিনি আরও যুক্ত করলেন, ” এই নিয়ে রাজ্য সরকার আপনাদের ভুল বোঝাচ্ছে।”

   

বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতারি নিয়ে তিনি বলেন, ” মাফলার ঢুকে গেছে এইবার হাওয়াইচটির পালা।” তিনি প্রতিটি কথায় কথায় বিজেপি সরকারের কাজের কথা তুলে ধরেন। ‘মোদীজির’ গুণগান করেন। ঠিক তেমনি তিনি বলেন এই সরকার ২০২৬ পর্যন্ত থাকবে না। রাজ্য সরকারের দুর্নীতির কথা তুলে ধরে তিনি দাবী করেন, ”এদেরকে আপনারা ভোট দেবেন?” শুধু তাই নয়, রাজ্য সরকারকে ‘গরুর গাড়ির হেডলাইট’ বলেও কটাক্ষ করেন বিরোধী দলনেতা।