Weather: বৃষ্টিতে ভিজল জেলা থেকে তিলোত্তমা, বাজ পড়ে মৃত্যু কলকাতার যুবকের

শনিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। বেলা বাড়তেই শহরের কিছু এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি…

শনিবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। বেলা বাড়তেই শহরের কিছু এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে এবং তা চলে টানা ২-৩ ঘণ্টা ধরে। তার আগেই বিক্ষপ্তভাবে বৃষ্টি শুরু হয়। শুধু কলকাতা নয়, দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল।

প্রবল বৃষ্টির মাঝে কলকাতায় বাজ পড়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দ পল্লিতে। জানা গিয়েছে মৃতের নাম কৌশিক কর। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বৃষ্টি শুরু হওয়ার পর বাড়ির ছাদে গিয়েছিলেন ২৪-বছরের কৌশিক। এরপরই বাজ পড়ে ঝলসে যান কৌশিক। দ্রুত তাকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

   

হাওয়া মোরগ জানাচ্ছে যে কলকাতায় বজায় থাকবে মেঘলা আকাশ। রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তই আগামী মঙ্গলবার পরিণত হতে পারে নিম্নচাপে। সেই নিম্নচাপের প্রভাবেই আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলে জানা গিয়েছে।

অপরদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কমবে। দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ শনিবার থেকেই। বাংলার উপকূলবর্তী এলাকায় ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি বলে জানানো হয়েছে। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলাগুলিতে রবিবার দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার দিনভর বৃষ্টি হতে পারে। রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।