Loksabha election:তৃণমূলের পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

সোমবার কোচবিহারের দিনহাটায় সভা করতে গিয়ে হুঁশিয়ারিই দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইদিন তিনি দিনহাটায় স্থানীয় বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের…

suvendu adhikari

সোমবার কোচবিহারের দিনহাটায় সভা করতে গিয়ে হুঁশিয়ারিই দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এইদিন তিনি দিনহাটায় স্থানীয় বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন। সেই জনসভা থেকে আবার তিনি গর্জে উঠলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, “এবার লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে এমন ভাবে হারাব যে ওরা আর পার্টি অফিস খোলার লোক পাবে না। পশ্চিমবঙ্গের সবথেকে বড় মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়।” শুধু তাই নয় মন্ত্রী উদয়ন গুহকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

এইদিন সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ” সিএএ নিয়ে উনি মিথ্যে প্রচার করছেন। একমাস হল সিএএ চালু হয়েছে কিন্তু, কারও নাগরিকত্ব যায়নি। কিন্তু, উনি সব জায়গায় ঘুরে ঘুরে এই বিষয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। ” শুধু তাই নয় উদয়ন গুহ প্রসঙ্গে তিনি বলেন, ” এখানে একটা লম্পট আছে যে ভাইপোর পদলেহন করতে গিয়ে নিজের বাবাকেও চোর বলেছেন। তিনি নাকি বলেছেন আমি দিনহাটায় এলে বেঁধে পেটাবেন। আমিও চ্যালেঞ্জ করছি কোথায় যেতে হবে বলুন। সেখানেই যাব।”

এইদিন তিনি বিজেপি প্রসঙ্গে বলেন,” কালকের মোদিজি বলেছেন, তিনি চারটি জাতির জন্য কাজ করছেন। এদিকে দুর্নীতিবাজদের পাশে থেকে সন্দেশখালির মতো ঘটনার ঘটাচ্ছেন দিদিমণি ও তাঁর ভাইপো। আজকে আপনাদের তাই প্রতিজ্ঞা করতে হবে তৃণমূলকে বাংলা থেকে লাটে তুলতে হবে। সন্দেশখালির বদলা আপনারা নেবেন। কারণ, বদলা আপনারাই নেন।”