পুলিশের দাপটে রাজ্য চালাচ্ছেন মমতা! কটাক্ষ শুভেন্দুর

রাজ্যের রাজনীতিতে তুমুল চর্চার সৃষ্টি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) সাম্প্রতিক মন্তব্য। এতদিন যিনি প্রায়শই রাজ্য সরকারের ‘পুলিশ ব্যবহার’ নিয়ে সরব ছিলেন, এবার…

Shuvendu cut money

রাজ্যের রাজনীতিতে তুমুল চর্চার সৃষ্টি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) সাম্প্রতিক মন্তব্য। এতদিন যিনি প্রায়শই রাজ্য সরকারের ‘পুলিশ ব্যবহার’ নিয়ে সরব ছিলেন, এবার তাঁর মুখেই শোনা গেল পুলিশ প্রশাসনের প্রশংসা। শুভেন্দুর মতে, সঠিক স্বাধীনতা ও দায়িত্ববোধ পুলিশকে দেওয়া হয়, তবে সিবিআই বা ইডি-র মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থার উপর নির্ভর করার প্রয়োজন পড়বে না।

পুলিশের প্রতি আস্থা প্রকাশ

   

শুভেন্দু(Suvendu Adhikary) স্পষ্ট করে বলেন, “আমাদের রাজ্যের পুলিশ বাহিনী যথেষ্ট দক্ষ। অনেক সৎ ও পেশাদার আধিকারিক রয়েছেন, যাঁরা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে নিজেদের মতো করে কাজ করতে পারেন না। এঁদের কাজে লাগানো হলে রাজ্যের দুর্নীতি ও চোরেদের শেকড় উপড়ে ফেলা সম্ভব।” তাঁর কথায়, বর্তমান পরিস্থিতিতে পুলিশকে শুধু শাসকদলের হাতিয়ার বানিয়ে দেওয়া হয়েছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দুর্নীতিবিরোধী অভিযানে প্রকৃত কাজ করার সুযোগ পাচ্ছেন না পুলিশকর্মীরা।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) এদিন দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, আগামী এপ্রিল মাসে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটবে। বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে তারা পুলিশ প্রশাসনের কাজে কোনওরকম রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। বরং পুলিশের হাতে সম্পূর্ণ স্বাধীনতা তুলে দেওয়া হবে। তাঁর মতে, “চোরেদের বিরুদ্ধে লড়াই করবে পুলিশই। বিজেপি সরকার কেবল নীতি নির্ধারণ করবে, কিন্তু তদন্ত বা অভিযানে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ করবে না।”

প্রাতিষ্ঠানিক দুর্নীতি রুখতে কৌশল

শুভেন্দুর (Suvendu Adhikary) দাবি, বর্তমান সরকারের আমলে দুর্নীতি এতটাই প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে যে, সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা, এমনকি নিত্যপ্রয়োজনীয় পরিষেবা প্রদানেও দুর্নীতি ঢুকে পড়েছে। বিজেপি ক্ষমতায় এলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অবসান ঘটানোই হবে প্রথম লক্ষ্য। আর তা করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রাজ্য পুলিশ।

Advertisements

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ পুলিশের ভেতরে অনেক অফিসার আছেন যাঁরা সততা ও পেশাদারিত্বের জন্য প্রশংসিত। কিন্তু বর্তমান সরকারের সময় তাঁদের কাজে লাগানো হয়নি। সেই সুযোগ দেওয়া হবে বিজেপি ক্ষমতায় এলে।

সিবিআই-ইডি প্রসঙ্গ

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কেন্দ্রীয় তদন্ত সংস্থা নিয়ে তাঁর অবস্থান। তিনি বলেন, “এখন অনেকেই মনে করছেন দুর্নীতি দমন করতে সিবিআই বা ইডি-র মতো সংস্থার প্রয়োজন হবে। কিন্তু আমি মনে করি, আমাদের পুলিশই যথেষ্ট। যদি তাঁদের সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে বাইরের কোনও সংস্থার প্রয়োজন পড়বে না।”

রাজনৈতিক বার্তা

শুভেন্দুর (Suvendu Adhikary) এই মন্তব্যে একাধিক রাজনৈতিক বার্তা লুকিয়ে রয়েছে। একদিকে তিনি পুলিশ বাহিনীর প্রতি আস্থা রেখে জনমনে একটি ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে চাইছেন, অন্যদিকে বর্তমান সরকারের বিরুদ্ধে কটাক্ষও করছেন। তাঁর বক্তব্যে পরিষ্কার, তৃণমূল সরকারের আমলে পুলিশকে কেবল রাজনৈতিক কাজে লাগানো হয়েছে। কিন্তু বিজেপি এলে সেই চিত্র বদলাবে।