Kolkata Police: মমতার বাড়ির কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে ভুয়ো পুলিশ ধৃত, জেরায় একাধিক অসঙ্গতি

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আগ্নেয়াস্ত্র সহ ধৃত নুর আমিনের আচরণ বিশ্লেষণ করছে কলকাতা পুলিশ। তার বক্তব্যে মিলছে অসঙ্গতি। ধৃতের বয়ান নথিভুক্ত করা হচ্ছে। চারিদিকে ২১ জুলাইয়ের…

Kolkata Police: মমতার বাড়ির কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে ভুয়ো পুলিশ ধৃত, জেরায় একাধিক অসঙ্গতি

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আগ্নেয়াস্ত্র সহ ধৃত নুর আমিনের আচরণ বিশ্লেষণ করছে কলকাতা পুলিশ। তার বক্তব্যে মিলছে অসঙ্গতি। ধৃতের বয়ান নথিভুক্ত করা হচ্ছে।

চারিদিকে ২১ জুলাইয়ের রব। গোটা রাজ্য থেকে বহু তৃণমূল কর্মীরা আসছেন ধর্মতলার এই সমাবেশে। মুখ্যমন্ত্রী সমাবেশে পৌঁছানোর আগেই সশস্ত্র ওই ব্যক্তি ধরা পড়ে। মুখ্যমন্ত্রীর বাড়ির গলি যেখানে অত্যন্ত কড়া নিরাপত্তা থাকে। সেখানেই অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করে এক ব্যক্তি। ওই মুহূর্তে সন্দেহ হয় কলকাতা পুলিশের। তারপরেই ব্যারিকেড করে দেওয়া হয় এবং পুরো গাড়ি তল্লাশি অভিযান চালানো হয়।

জানা গিয়েছে গাড়ির মধ্যে থেকে ভোজালি, ছুরি, সঙ্গে একটি ব্যাগ যার মধ্যে থেকে মাদক সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর সঙ্গেই পাওয়া গিয়েছে একাধিক আইডেন্টি কার্ড।

Advertisements

এখনো পর্যন্ত তদন্তকারীদের সঙ্গে তার কথাবার্তায় জানা গিয়েছে, বেশ অসংলগ্নতা প্রকাশ পেয়েছে তার কথায়। সে বিভিন্ন রকমের কথা বলছে।গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে। তার আসল উদ্দেশ্য কি? কেন এই অস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা? কেনও গাড়িতে পুলিশের ভুয়ো স্টিকের লাগিয়ে রাখা? এই সকল বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

উদ্দেশ্য কি তার গতিবিধি সম্পর্কে এবং কেনও তিনি যাচ্ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা করার ইচ্ছে ছিল এখনও পর্যন্ত তদন্তে এটাই জানা গিয়েছে। তবে কেন তার কাছে এত সংখ্যক অস্ত্র থাকবে। এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কলকাতা পুলিশের অন্দরমহলে।