অ়ভিষেকের (Abhishek Banerjee) রক্ষাকবচ সুপ্রিম ‘না’, নিয়োগ দুর্নীতির জেরায় সিবিআইয়ের পথ খোলা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েও স্বস্তি নেই তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চে এই মামলা উঠেছিল। শুনানিতে তাঁর আবেদন খারিজ হয়। সিবিআই চাইলে ফের জেরার জন্য ডাকতে পারে অভিষেককে।
জিজ্ঞাসাবাদের উপর কোনও স্থগিতাদেশ নয় বলেই এদিন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে নিয়োগ দুর্নীতির তদ্তে তদম্তে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই।
কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল শীর্ষ আদালত। মেলেনি রক্ষাকবচ। তবে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে তাতে স্থগিতাদেশ দেন বিচারপতি।