BJP: অভিষেক চাইলেন গিরিরাজের গ্রেফতারি, সুকান্ত চললেন দেখা করতে

আজ রাতে দিল্লি যাবেন সুকান্ত মজুমদার, তার সাথে যাবেন একাধিক মন্ত্রী সংসদ। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে সাক্ষাৎ, দেখা করতে পারেন প্রতিমন্ত্রীর সাথেও। তৃণমূলের দুর্নীতির…

আজ রাতে দিল্লি যাবেন সুকান্ত মজুমদার, তার সাথে যাবেন একাধিক মন্ত্রী সংসদ। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে সাক্ষাৎ, দেখা করতে পারেন প্রতিমন্ত্রীর সাথেও। তৃণমূলের দুর্নীতির পর্দা ফাঁস করতে দিল্লিতে যাচ্ছে বিজেপি।

কেন্দ্রীয় কৃষি ও পঞ্চায়েত মন্ত্রীর সাথে দেখা করতে দিল্লি সফরে বঙ্গ বিজেপি। দুর্নীতির খতিয়ান দিতে দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো। ১০০ দিনের কাজের দুর্নীতির অভিযোগে তুলে ধরবে রাজ্য বিজেপির প্রতিনিধি দল। তৃণমূল যখন বাংলার এই লড়াই দিল্লির বুকে নিয়ে যাচ্ছে ঠিক তখন পাল্টা কর্মসূচি দিল্লিতে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়বেনা বিজেপি।

   

জানা যায়, সুকান্ত মজুমদার সভামঞ্চে থাকাকালীন ফোন আসে, তখন তাকে নির্দেশ দেওয়া হয় তাদের শীর্ষ সংসদ লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো সহ তাকে অবিলম্বে দিল্লি আসতে বলা হয়।
বাংলার ১০০ দিনের কাজের টাকার দাবিতে দিল্লি অভিযান। তার পাল্টা অভিযান করল তৃণমূল। এপ্রসঙ্গে বিজেপি সংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য, “চোরেদের মুখোশ আমরা দিল্লিতে খুলব আর কলকাতায় সংসদরা ধর্ণা দেবে।”

জানা গেছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা কলকাতায় ধর্ণা দেবেন। সংসদরা তথ্য তুলে দেব কেন্দ্রীয় মন্ত্রীর হাতে। সেখান থেকে প্রেস কনফারেন্স করে জানানো হবে। টাকা চুরি করেছে তৃণমূল, আইএসআই মার্কা সার্টিফায়েড চোর তৃণমূল বলে কটাক্ষ করে তৃণমূল।