CBI: কলকাতায় আচমকা সিবিআই প্রধান, ‘রুশ বান্ধবী’কে ধরতে মস্কো অভিযান?

হঠাৎ কলকাতায় (CBI) সিবিআই প্রধান। দিল্লি থেকে কলকাতায় পৌঁছেই সিবিআইয়ের নতুন ডিরেক্টর প্রবীণ সুদ সোজা চলে যান নিজাম প্যালেসে। সেখানে সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

CBI west bengal

হঠাৎ কলকাতায় (CBI) সিবিআই প্রধান। দিল্লি থেকে কলকাতায় পৌঁছেই সিবিআইয়ের নতুন ডিরেক্টর প্রবীণ সুদ সোজা চলে যান নিজাম প্যালেসে। সেখানে সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠকে অংশ নেন। নিয়ম মাফিক সাক্ষাত নাকি কোনও বড় অভিযান? উঠছে প্রশ্ন। দুর্নীতির ইস্যুতে তদন্তে উঠে এসেছে প্রভাবশালী নেতার রুশ বান্ধবীর কথা। তার অ্যাকাউন্টে কয়লা পাচারের বিপুল টাকা চলে গিয়েছে। কে সেই ব্যক্তি? উঠছে প্রশ্ন। যদিও এ বিষয়ে সিবিআই কোনও ইঙ্গিত দেয়নি।

আরও পড়ুন: CBI: তৃ়ণমূল দখলে থাকা পুরসভায় সিবিআই তল্লাশি, ব্যতিক্রম বাম-তাহেরপুর

আচমকা সিবিআই অধিকর্তার কলকাতা সফর ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা, কালো মেঘ ছেয়ে গেছে শাসকদলের মাথার উপর। অনেকের ধারণা, সেই রুশ রহস্যময়ীর নাগাল পেতে সিবিআই বিশেষ অভিযান চালাবে। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে সিবিআই প্রধান কলকাতায় এসেছেন।

নিয়োগ দুর্নীতি সহ আরও দুর্নীতিতে বিপুল টাকা চলে গিয়েছে রাশিয়ান মহিলার কাছে। তিনি এক অতি প্রভাবশালীর বান্ধবী। রুশ দেশে কী করে ওই প্রভাবশালী ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুললেন তা নিয়ে চলছে বিস্তর চর্চা।

আরও পড়ুন: জমির বদলে রেলে চাকরি, লালু‌ ঘনিষ্ঠদের বাড়িতে CBI

Advertisements

প্রভাবশালীর রুশ বান্ধবীর বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ‘ওটা ভাইপোর’! এদিকে ইডি তদন্তে উঠে এসেছে, কয়লাপাচারের টাকা রুশ বান্ধবীর মাধ্যমে বিদেশে পাচার করেছেন রাজ্যেরই এক প্রভাবশালী।

রবিবার ইডি সূত্রে এই খবর প্রকাশের পরই জল্পনা শুরু হয়েছে কে সেই প্রভাবশালী। মঙ্গলবার এই নিয়ে প্রশ্নের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সপাটে জবাব, ‘ওটা ভাইপোর’