তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি আরও বলেন, ‘আমাদের কাছে খবর আছে বিজেপিতে দমবন্ধ হয়ে আসছে শুভেন্দুর, তাই সে ফের তৃণমূলে ফিরতে চাইছে।’
তিনি আরও বলেন, ‘বিজেপির প্রায়ের তলায় জমি নেই। পুরভোটের জন্য প্রার্থী পাচ্ছে না বিজেপি। কাঁথিতে অধিকারী পরিবার টিকিট পায়নি। অধিকারী পরিবারের ডানা ছাঁটা হয়েছে।’
আসন্ন পুরভোটের জন্য প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে কোন্দল। জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। দলীয় নেতৃত্ব ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও ক্ষোভের আগুন নিভছে না। যদিও সে বিষয়ে কুণাল ঘোষ জানিয়েছেন, বিভ্রান্তি অনেকটাই মিটে গিয়েছে।
অন্যদিকে বিজেপিকে এক হাত নিয়ে কুণাল বলেন, ‘বিজেপিতে সার্কাস চলছে। সুকান্ত মজুমদার আগে সেটা দেখুন। শান্তনু ঠাকুররা কী করছেন তার কোনো খবর আছে সুকান্তর কাছে? বিজেপি এখন জনবিচ্ছিন্ন, মানুষ আর সহ্য করতে পারছে না। কাঁথি পুরসভা থেকে অধিকারী পরিবারের সাইন বোর্ড তুলে দিয়েছে বিজেপি।’