Republic Day: রেড রোড প্যারেড অনুষ্ঠানে নাম বাদ শুভেন্দু অধিকারীর

 বিধানসভার বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীকে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গিয়েছে। রাজ্য সরকার…

Republic Day: রেড রোড প্যারেড অনুষ্ঠানে নাম বাদ শুভেন্দু অধিকারীর

 বিধানসভার বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীকে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গিয়েছে। রাজ্য সরকার যে আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করেছে, তাতে এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর নাম বাদ দেওয়া হয়।

আর এই প্রথম রাজ্যে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। শুধু শুভেন্দুই নয়, রাজ্য সরকারের কয়েকজন মন্ত্রীকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গিয়েছে। আর একে ঘিরে আবারও নতুন করে রাজনৈতিক তরজা শুরু হবে তা আর বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়, বিধানসভার স্পিকার, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং আইজিপি, সিপি, কলকাতার সিপি, প্রায় ১৫ জন বিদেশী প্রতিনিধি, সেনা কর্মকর্তা ও নৌবাহিনীর কর্মকর্তা সহ সর্বাধিক ৬০ জন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Advertisements

উল্লেখ্য, বড়সড় নাশকতা এড়াতে রেড রোডকে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মুড়ে ফেলা হয়েছে। রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। রেড রোডকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনাররা। জোনগুলিকে ভাঙা হচ্ছে কয়েকটি সেক্টরে। যার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এছাড়া রেড রোডে থাকছে ৫ টি বাঙ্কার, কমান্ডো বাহিনী। থাকছে ৫টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারের বেশি পুলিশ কর্মী।